দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন ডাঃ সুমিত রায় চৌধুরী



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুমিত রায় চৌধুরী - দূর্গা পূজা উপলক্ষে দেশবাসীকে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা জানিয়েছেন।


তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, শারদীয় দূর্গা পূজা হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব। দূর্গা পূজার সবার মধ্যে নিয়ে আসুক আনন্দের বার্তা। ধনী, গরিব নির্বিশেষে সবাই যেন এ আনন্দ সমানভাগে ভাগাভাগি করে এই প্রত্যাশা আমার।


কোন বৈষম্য যেন এই উৎসব ম্লান করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহবান জানান ডাঃ সুমিত রায়। তিনি শুভেচ্ছা বার্তায় আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক বিরল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব পালন করে। সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে আরো বলেন, দুর্গাদেবীর আগমনে সকল অপশক্তির বিনাশ হবে । বাংলাদেশের সকল সাম্প্রদায়িক শক্তি, প্রতিক্রিয়াশীল গোষ্ঠী তাদের অপকর্ম থেকে সরে এসে দেশের কল্যাণে কাজ করবে বলে মনে করেন তিনি।


Post a Comment

0 Comments