
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,চট্টগ্রাম উত্তর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি শ্রী নটু কুমার ঘোষের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এড,নিখিল কুমার নাথের পরিচালনায়,জে এম সেন হলস্হ অস্হায়ী কায্যালয়ে,বার্ষিক সাধারন সভা,পরিষদের সাবেক সভাপতি ও সাধারন সম্পাদকদের সম্মাননা স্মারক প্রদান ও ড,শিপক নাথ পিএইচ,ডি ডিগ্রী অর্জন করায় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়,

অনুষ্টানে উদ্ভোধক হিসাবে উপস্হিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ও গন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্টের মাননীয় ট্রাষ্টি বাবু রাখাল দাশগুপ্ত,প্রধান অথিতি হিসাবে উপস্হিত ছিলেন,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,কেন্দ্রীয় কমিটির সাবেক বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সম্মানিত সভাপতি এড,চন্দন কুৃমার তালুকদার,বক্তব্য রাখেন পরিষদের সাবেক সভাপতি এড,পরেশ চন্দ্র দাশ,এড,শিবু প্রসাদ দেওয়ানজী, অমৃত লাল দে, সাবেক সাধারন সম্পাদক এড,শংকর প্রসাদ দে,এড,বি কে বিশ্বাস,মিহির কান্তি নাথ,বিপ্লব কুমার চৌধুরী,নির্মল কান্তি দাশ,সমীর পাল,গনপতি ভৌমিক, সংবর্ধিত অথিতি ড,শিপক নাথ,ডাঃ বিজয় সরকার,

মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক হিল্লোল সেন উজ্বল, যুগ্ন সম্পাদক ত্রিদিপ সাহা,রুপক কাম্তি দেব,,সজ্ঞয় ঘোষ,লিপটন দেবনাথ লিপু, সাংগাঠনিক সম্পাদক এড,পার্থ নন্দী,দীপ দে, কল্যান পাল,বিষ্মু চরন দাশ,অমল কৃষ্ণ নাথ,কমলপতি ভৌমিক, রাংগুনীয়ার উপজেলার পক্ষে নারায়ন চন্দ্র দে,রাউজান উপজেলার পক্ষে লিংক তালুকদার, হাটাজারী উপজেলার পক্ষে ছোটন দাশ,ফটিকছড়ি উপজেলার পক্ষে সাংবাদিক সুমন দে,সীতাকুন্ড উপজেলার পক্ষে বিশ্বজিৎ পাল,মীরশ্বরাই উপজেলার পক্ষে বুলবুল ধর,সন্ধীপ উপজেলার পক্ষে মাষ্টার গোপাল চন্দ্র দাশ,ভূজপুর থানার পক্ষে সুরনজিত ধর,আরো বক্তব্য রাখেন সুমন অাচায্য,নয়ন চৌধুরী,সাজু পাল প্রমুখ।
0 Comments