কৃষক কানন হাওলাদারকে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন...

Image may contain: 1 person, outdoor

নিলয় চক্রবর্তী  কানন হাওলাদারের বোন কল্পনা হাওলাদার অনেক দিন আগে স্থানীয় লাল মিয়ার কাছে জমি বিক্রি করেন। কেনা জমি মাপে কম দেওয়ার অভিযোগ তুলে তারা কয়েকবার শালিশ বৈঠকে বসে। বিষয়টি মীমাংসা না হওয়ায় গতকাল শুক্রবার সকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য শাজাহান মিয়ার বরাত দিয়ে কাননকে ডেকে আনেন লাল মিয়ার ছেলে বেল্লাল। এসময় দু’জনের মধ্যে তর্ক এবং কথা-কাটাকাটির এক পর্যায়ে বেল্লাল ও তার ভাই রাব্বি কাননকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন করেন।
Image may contain: 2 people, outdoor

পরে স্থানীয় এক মাছ ব্যবসায়ী কানন হাওলাদারকে উদ্ধার করেন। চরম বর্বরতম এই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড কিরোনপুর গ্রামে। এই ঘটনায় অভিযুক্ত বেল্লালকে আটক করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধ যেকারো সাথেই থাকতে পারে, আদালত কিংবা স্থানীয় শালিশ বৈঠকের মাধ্যমেও এইধরনের বিরোধ যুগে যুগে মীমাংসা হয়ে আসছে। কত বড় বর্বর হলে একজন বৃদ্ধ কৃষককে এভাবে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে নির্যাতন করতে পারে ভাবা যায়??? কোন দেশে বাস করছি আমরা??? আটক বেল্লাল সহ এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।।

Post a Comment

0 Comments