আর্থিক ক্ষতি থেকে মুক্তি পেতে চান, তাহলে হনুমানজীর পূজা করুন এই উপায়ে, আপনার ধনসম্পত্তি ফুলে ফেঁপে উঠবে।
September 02, 2019
যে ব্যক্তির জীবনে আর্থিক সমস্যা থেকে থাকে সেই ব্যক্তি তার যথাসম্ভব
চেষ্টা করে থাকে তার আর্থিক সমস্যাকে দূর করার জন্য সে দিনরাত কঠোর পরিশ্রম
করে থাকে অর্থ উপার্জনের জন্য কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ব্যক্তি
তার যথাসম্ভব প্রচেষ্টার পরেও অর্থ উপার্জনে সফলতা লাভ করে না। এত কঠোর
পরিশ্রম করা সত্ত্বেও আর্থিক সমস্যা দূর হয় না। এইসব এর পেছনে মুখ্য কারণ
বাস্তু দোষ হতে পারে। কখনো কখনো গৃহের বাস্তু দোষ এর কারনে আপনি আপনার
পরিশ্রমের সঠিক ফল লাভ করেন না।যদি আপনি আপনার বাস্তু দোষ কে দূর করতে
পারেন তবে আপনার আর্থিক সমস্যা ও খুব শীঘ্রই দূর হয়ে যাবে।
আজ আমরা আপনাকে এই প্রবন্ধের মাধ্যমে এমন কিছু উপায় সম্বন্ধে বলবো যার
কারনে আপনার গৃহের বাস্তুদোষ দূর হবে এবং আপনি আপনার জীবনে উন্নতি লাভ
করবেনএবং আপনার জীবনের সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যাবে। চলুন জেনে ফেলি এই উপায় গুলি সম্বন্ধে:-যদি আপনি আপনার গৃহে ভগবান
বাস্তু,ধন কুবের এবং মাতালক্ষ্মীর প্রতিমা রেখে থাকেন এবং নিয়মিতভাবে
প্রতিদিন পূজা করে থাকেন তো এর ফলে আপনার জীবনে কখনো আর্থিক সমস্যা হবে না। আপনি আপনার গৃহে মহাবলী হনুমানজির পঞ্চমুখী প্রতিমা অথবা ছবি লাগান। এবং
এই প্রতিমা অথবা ছবিটিকে দক্ষিণ-পশ্চিমে লাগান এবং নিয়মিতভাবে এর পূজা
করুন।যদি আপনি এই উপায়টি করে থাকেন তবে ধন সম্বন্ধিত সমস্যা থেকে আপনি
শীঘ্রই মুক্তি পাবেন। যদি আপনি জীবনে ঋণের সমস্যায় ভুগে থাকেন এবং শত চেষ্টার পরেও এই ঋণ
থেকে মুক্তি পেতে পারছেন না। তবে এর থেকে মুক্তি পাওয়ার জন্য চিনি অথবা
আটা পিঁপড়েকে দিন যদি আপনি এই উপায়টি করে থাকেন তো আপনি খুব শীঘ্রই ঋণ
থেকে মুক্তি পেতে পারবেন এবং আপনি খুশি খুশিতে জীবন যাপন করতে পারবেন। আপনি ২৫০ গ্রাম কালো তিল এর মধ্যে ১৫০ গ্রাম অহড়ের ডাল মিলিয়ে এর আটা
বেটে নিন। এবং প্রতি মঙ্গলবার এই আটা দিয়ে একটি প্রদীপ বানান এবং সরষের
তেল ঢেলে এই প্রদীপ জ্বালান। এই প্রদীপটি আপনি আপনার গৃহের হনুমানজির সামনে
অথবা কোন হনুমান মন্দিরে গিয়ে তার মূর্তির সামনে জ্বালাতে পারেন।আপনাকে
শুধু লক্ষ্য রাখতে হবে প্রতি মঙ্গলবার প্রদীপের সংখ্যা বৃদ্ধি করতে হবে এবং
১১ টি মঙ্গলবার পর্যন্ত এটি আপনার করতে হবে এর ফলে আপনি আর্থিক সমস্যা
থেকে মুক্তি পাবেন।
বাস্তু শাস্ত্র অনুসারে আপনি মাটির একটি ছোট্ট কলসে জল ভরে উত্তর দিশাতে
কলস টিকে রেখে দিন এই উপায়টি করার ফলে আপনার গৃহের বাস্তু ঠিক হবে এবং
আপনার আমদানির উৎস বৃদ্ধি পাবে এই উপায়টি করার ফলে আপনার পরিবারের সমস্ত
সদস্যর উন্নতি হবে এবং আর্থিক সমস্যা দূর হবে।
Post a Comment
0
Comments
আমাদের সোস্যাল মিডিয়া
আপনার যে কোন ডিজাইনের কাজে আমরা
লগো, টিশার্ট, প্যাকেট, ব্যানার, ভিডিও ইন্ট্রো, ওয়েব সাইট তৈরি ইত্যাদি কাজে আমরা আপনার পাশে।
0 Comments