শ্রীশ্রী মা-কালী’র বিগ্রহ প্রতিমা দানের ১০ বছর পূর্তি ও আলোচনা সভা অনুষ্টিত।
October 24, 2019
শ্রীশ্রী মা কালী’র ১০টি ও ১টি শ্রীশ্রী মহাদেবের পাথরের বিগ্রহ মন্দিরে স্থায়ী ভাবে স্থাপন করার জন্য দান করেন সমাজ সেবক,দানশীল ব্যাক্তিত্ব ও ধর্মানুরাগী প্রবাসী শ্রীযুক্ত রতন কুমার সুশীল।গত ২২ অক্টোবর এই উপলক্ষে চট্টগ্রাম মহানগরস্থ চকবাজার রাধামাধব মন্দির প্রাঙ্গনে মা-কালীর বিগ্রহ প্রতিমা দানের ১০ বছর পূর্তি ও আলোচনা সভা অনুষ্টিত হয়। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ববীদ অধ্যাপক, স্বদেশ চক্রবর্তী,তাপসানন্দ পুরী মহারাজ,শংকরান্দ গিরি মহারাজ,অধ্যাপক স্বপন বিশ্বাস ,জ্যোতি মল্লিক বাবু,চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রীযুক্ত বাবু তপন দাশ ও বিভিন্ন মন্দির কমিটির শ্রীশ্রী মা কালী ও শ্রীশ্রী মহাদেবের পাথরের বিগ্রহ গ্রহনকারী নেতৃবৃন্দ ও ভক্তবৃন্দ।এই সময় প্রবাসী শ্রীযুক্ত রতন কুমার সুশীল তিনি অগামীতে বিভিন্ন পাথরের বিগ্রহ প্রদান করবেন এবং মন্দির কমিটিকে যোগাযোগ করার আহ্বান জানান।
Post a Comment
0
Comments
আমাদের সোস্যাল মিডিয়া
আপনার যে কোন ডিজাইনের কাজে আমরা
লগো, টিশার্ট, প্যাকেট, ব্যানার, ভিডিও ইন্ট্রো, ওয়েব সাইট তৈরি ইত্যাদি কাজে আমরা আপনার পাশে।
0 Comments