লামায় গভীর রাতের আধাঁরে সংখ্যালঘু অসহায় হিন্দু মহিলার বসতঘরে আগুন



স্বপন কর্মকার,লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবান লামা সদর ইউনিয়নের মেরাখোলা (হিন্দু পাড়া) এলাকায় আগুন লেগে গুন্না নাথ (৫৫) নামে এক স্বামী পরিত্যক্ত, নিঃসন্তান ও অসহায় মহিলার ঘর পুড়ে গেছে। লামা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোজাম্মেল হক বলেন, রাত ১টা ৩০মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ১ লাখ ৫০ হাজার টাকা বলে ধারণা করা হয়। সরেজমিনে গেলে কথা হয় ক্ষতিগ্রস্থ মহিলা গুন্না নাথের সাথে। তিনি জানান, বাড়িতে আমি একা থাকতাম। আমার স্বামী সন্তান কেউ নাই। মাঝে মধ্যে দিনে কাজকর্ম শেষে রাত হলে পাশে ভাইয়ের ঘরে থাকতাম। এই রাতে আমি পার্শ্ববর্তী ছোট ভাই পূর্ণ চন্দ্র নাথের বাড়িতে ঘুমাই। আমার ঘরে বিদ্যুৎ নেই ও আজ রাতে কোন রান্নাবান্না করিনি। কিভাবে আগুন লাগল বুঝতে পারছিনা। আমার মনে হয় কেউ বা কারা শত্রুতা করে আগুন লাগিয়ে দিয়েছে। বসতঘরের পশ্চিম-দক্ষিণ কোণা থেকে আগুনের সূত্রপাত হয়। বসতঘর ও রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে। সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন আগুন লাগার ঘটনার বিষয়ে বলেন মানুষ কতটা নিকৃষ্টতার পরিচয় দিতে পারে তা আজ দেখলাম, যে মহিলার নেই কোন স্বামী বা সন্তান যে মহিলা অসহায় ও প্রতিবন্ধি আজ সেই মহিলার বসতঘর পুড়ে ছাই করে দিল নিকৃষ্ট কিছু অজ্ঞাত পশুর সমান মানুষ,শত্রুতা না থাকা সত্যেও দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘৃণ্য একটি ঘটনা ঘটাল,পুড়ে ছাই হয়ে গেল অসহায় মহিলার বাড়ির সবকিছু শেষ রক্ষা করা যায়নি।পরিশেষে চেয়ারম্যান দুঃখপ্রকাশ সহ নিন্দা জানিয়েছেন।

Post a Comment

0 Comments