জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম,পাচঁলাইশ থানা আহ্বায়ক কমিটি গঠন।



গত ১৮/১০/১৯ ইংরেজি রোজ শুক্রবার বিকালে ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রর্বতক ইসকন মন্দির জাগো হিন্দু পরিষদ চট্টগ্রাম জেলার সঙ্গে পাঁচলাইশ থানা কমিটির সদ্যসদের সাথে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়, উক্ত সভায় উপস্থিত ছিলেন, জেলা কমিটির সভাপতি এডঃ শৈবাল শীল, সহ সাধারণ সম্পাদক রুবেল দে, সহ সাধারণ সম্পাদক জুয়েল আইচ, সহ সাংগঠনিক সম্পাদক হিরু সুশীল, সহ সাংগঠনিক সম্পাদক দীপ্ত রায়,সঞ্জয় শীল,
দেবী পরিষদের সাধারণ সম্পাদীকা বৃষ্টি দে সহ থানা কমিটির সকল সদস্যবৃন্দ এই সময় জেলা কমিটি পক্ষ থেকে নয় জন বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়,যা আগামী ৯০ দিন পর্যন্ত বহাল থাকিবে,

আহ্বায়ক - টিটু বৈদ্য, যুগ্ম-আহ্বায়ক-তন্ময় দাশ, যুগ্ম আহ্বায়ক -রাজেশ ঘোষ,
যুগ্ম আহ্বায়ক -জীতু নন্দী, সদস্য সচিব- অনিক শীল, যুগ্ম সদস্য সচিব - দীপ্ত দাশগুপ্ত, সমন্বয় -পিয়াল চন্দ্র দাশ, অর্থ সচিব - অরিন্দম সরকার,


Post a Comment

0 Comments