বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের প্রতিবাদে বনগাঁয় হিন্দু সংহতির বিক্ষোভ




বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার অব্যাহত। হিন্দুদের ধর্মীয় অধিকার বিলে কিছু নেই। মূর্তি ভাঙা নিত্যদিনের ঘটনা। তার প্রতিকারে এবং বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের পাশে দাঁড়াতে পথে নামলো হিন্দু সংহতি । উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ শহরে বিক্ষোভ দেখালো হিন্দু সংহতি ।নেতৃত্বে হিন্দু সংহতির জেলার লড়াকু নেতা অজিত অধিকারী।


 তাঁর নেতৃত্বে গতকাল ২২শে অক্টোবর, হিন্দু সংহতির কর্মীরা বনগাঁ শহরের গুরুত্বপূর্ণ বাটার মোড় অবরোধ করে এবং বিক্ষোভ দেখায়। হিন্দু সংহতির কর্মীদের বিক্ষোভে বাটার মোড় অবরুদ্ধ হয়ে পড়ে। হিন্দু সংহতির কর্মীরা হাতে লেখা প্ল্যাকার্ড নিয়ে বাংলদেশের হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানায়। 

Post a Comment

1 Comments