
স্বপন কর্মকার,লামা,(বান্দরবান)প্রতিনিধিঃ বান্দরবান জেলাসহ সর্বস্তরের জনসাধারণের শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরবিদায় নিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর মাতা মা চ য়ই । মঙ্গলবার বিকালে বান্দরবানের কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে সব শ্রেণী পেশার মানুষ মা চ য়ইকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কক্সবাজার ৩ (সদর-রামু) সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এমপি, চন্দনাইশের সংসদ সদস্য মোঃ নজরুল ইসলাম চৌধুরী, ৬৯ পদাতিক ব্রিগেডের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার মো: শাহিদুল এমরান,এএফডব্লিউ,পিএসসি, মহিলা সংসদ সদস্য বাসন্তী চাকমা এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান মোঃ শাহিনুল ইসলাম, (সদস্য প্রশাসন) আশীষ কুমার বড়ুয়া, (সদস্য পরিকল্পনা) ড. প্রকাশ কান্তি চৌধুরী, (সদস্য বাস্তবায়ন) মোঃ হারুন অর রশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা,

জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার সহ লামা উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ এর নেতৃবৃন্দ। গত শুক্রবার রাতে শহরের ফায়ার সার্ভিস এলাকার বাসায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর । মা চ য়ই এর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেন । বিভিন্ন আচার-অনুষ্ঠানের পর আজ মঙ্গলবার কেন্দ্রীয় বৌদ্ধ শ্মশানে তার শেষ কৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয় ।
0 Comments