আবুধাবিতে শ্রীশ্রী সনাতনী গীতা সংঘের উদ্যোগে সনাতন ধর্মালম্বীদের লক্ষ্মী পূজা উদযাপন



সঞ্জিত কুমার শীল, আবুধাববিঃ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে শ্রীশ্রী সনাতনী গীতা সংঘের উদ্যোগে আবুদাবি মদিনা যায়েদ একটি অস্থায়ী মন্দিরে গতকাল রোজ রবিবার শ্রী লক্ষী মায়ের পুজা অনুষ্ঠিত হয়েছে।আবুদাবির শ্রীশ্রী সনাতনী গীতা সংঘের সভাপতি বাবু স্বপন শীল এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক রাজীব শীলের উপস্থাপন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিশিষ্ট দানবির জাতীয় হিন্দু মহাজোটের আমিরাতের উপদেষ্টা মিলন কান্তি ধর,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবি শ্রী শ্রী গীতা সংঘের প্রধান উপদেষ্টা শ্রীযুক্ত বাবু অনিল কান্তি দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহাজোটের সিনিয়র সহ-সভাপতি পুলক চৌধুরী, জাতীয় হিন্দু মহাজোট বৈদেশিক শাখার সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সঞ্জীত কুমার শীল সহ মহাজোটের অন্য সদস্যরা। এবং উপস্থিত ছিলেন শ্রী শ্রী সনাতনী গীতা সংঘের উপদেষ্টা সুনীল শীল, কানু লাল দাস,গোপাল শীল, বিমল শীল, সহসভাপতি তপন শীল, সহসভাপতি রাজীব কুমার শীল, সহ সাধারণ সম্পাদক সঞ্জয় শীল,অর্থ সম্পাদক খোকন শীল,সাংগঠনিক সম্পাদক রনি মুহুরী সহ লক্ষ্মী মায়ের পূজায় আসা অন্যান্য সনাতনী ভক্ত বৃন্দরা। উক্ত পূজায় লক্ষ্মী মায়ের পাঁচালী পাঠ, গান,ধর্মীয় আলোচনা এবং মহাপ্রসাদ এর ব্যবস্থা করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন মন্দির থেকে ভক্তবৃন্দের সমাগম ঘটে এবং বিশ্বশান্তি কামনায় মাঙ্গলিক পাঠ করা হয়।

Post a Comment

0 Comments