কক্সবাজার সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী তরুণী পপি পাল কে অপহরণ


চট্টগ্রাম ব্যুরো :
কক্সবাজার ডায়বেটিক পয়েন্টে অাইনশৃঙ্খলার অবনতি নাভিস্বাস ছড়াচ্ছে। বিগত ১৪ অক্টোবর দিনে দুপুরে কক্সবাজার সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী বিকাল ৩.০০ ঘটিকায় অপহৃত হয়।

সূত্রে মতে অপহৃত ছাত্রীর পিতা সোনারাম পাল জানান,তার মেয়ে প্রতিদিনকার ন্যায় শহরের বার্মিজ মার্কেট স্কুল এলাকা থেকে প্রাইভেট পড়ে বিকাল ৩.০০ ঘটিকায় মধ্যম কুতুবদিয়া পাড়া নিজ বাড়িতে যাওয়ার পথে কয়েকজন দুর্বৃত্ত সিএনজি যোগে পপি পালকে মুখ চেপে ধরে গাড়িতে তুলে নিয়ে যায়।এ ঘটনার সময় তার কয়েকজন আত্মীয় দেখতে পেলে সিএনজি গাড়িটি কে ধাওয়া করে আটকাতে বিফল হয়।


কক্সবাজার মডেল থানায় অপহৃত পপি পালের পিতা সোনারাম পাল অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, শহরের মধ্যম কুতুবদিয়া পাড়ার মোঃ রাইয়ান (২৫) দীর্ঘদিন যাবৎ তার কলেজ পড়ুয়া মেয়ে কে উত্ত্যক্ত করতো। নানা প্রকার কু প্রস্তাব দিতো। অবশেষে মেয়েটিকে স্থানীয় শুক্কুরের পুত্র মোঃরায়হান এর নেতৃত্বে ৩/৪ জন দুর্বৃত্ত ফ্লিমি কায়দায় অপহরণ করে নিয়ে যায়।

এ ব্যাপারে অপহৃত ছাত্রীর পরিবার প্রশাসনের দৃষ্টিআর্কষণ করছেন মেয়েটির উদ্ধারে এখনো পর্যন্ত কোন আসামী গ্রেফতার না হওয়ায় তারা হতাশ।

নির্ভরযোগ্য সূত্রে খবর স্থানীয় কতিপয় প্রভাবশালীরা অপহরণকারী দের আত্মীয় সম্পর্ক তারা ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে সংবাদ মাধ্যম সহ নানাভাবে অপপ্রচার চালাচ্ছেন। অপহৃত তরুণী পপি পালকে জোর পূর্বক লিখিত ভিডিও করে ফেইসবুক সহ অনলাইনে ছড়ানো হচ্ছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং রায়হানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। যা শাক দিয়ে মাছ ঢাকার সামিল।
কক্সবাজার সদর মডেল থানার ওসি স্বীকার করেছেন জন্মসনদ অনুযায়ী পপি পাল নাবালিকা, ভূয়া জন্মসনদ সৃজন করে অপরাধী অপহরণকারী চক্র আইনত দন্ডনীয় অপরাধ করেছেন। যে যতই প্রভাবশালী হউক না কেন কেউ আইনের উর্দ্ধে নয়।
বাংলাদেশ মাইনোরিটি ওয়াচ কক্সবাজার জেলা শাখা,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কক্সবাজার জেলা শাখা,বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কক্সবাজার জেলা নেতৃবৃন্দগণ যৌথভাবে এক বিবৃতি তে বলেন, অবিলম্বে ঘটনার হোতাদের গ্রেফতার সহ প্রশাসনের সর্বোচ্চ মহলে দাবি জানাচ্ছে যে,দ্রুত এ ঘটনার হোতাদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হোক। নয়ত কক্সবাজার জেলার সনাতনী সম্প্রদায় এ ঘটনায় ঘরে বসে থাকবে না, বৃহত্তর আন্দোলন কর্মসূচি র ডাক দেওয়া হবে।

c....abcbangla71.com

Post a Comment

0 Comments