সৌরভ আদিত্য মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭টি মন্দিরে চুরি ও প্রতিমা ভাঙচুরের ঘটনায় চোরাইকৃত মালামাল উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় চুরির ঘটনায় আটক মো. কুদ্দুসের (৩৫) দেওয়া তথ্যমতে মালামাল উদ্ধার করা হয়। জানা যায়, এস আই সুমন হাজরা ও মধুসুধন রায় সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভিমসী গ্রামে মদনমোহন আখড়ার পূর্ব পাশে অবস্থিত পুকুর থেকে মন্দিরের চোরাইকৃত কাসা পিতলের সামগ্রী উদ্ধার করেন। ভিমসী গ্রামের মদনমোহন আখড়ার সভাপতি দীনেশ লাল রায় বলেন, ভিমসী গ্রামের শিববাড়িতে ও প্রতিমা শিল্পী উত্তম মিশ্রের বাড়ির মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হয়। এছাড়াও হর-গৌরী আখড়া, মদনমোহন আখড়া, পাল পাড়ার সার্বজনীন দুর্গা মন্দির, ভিমসী মন্দির, মহাদেব মন্দিরে চুরির ঘটনায় আটককৃতদের তথ্যমতে আজ কিছু মালামাল উদ্ধার হয়। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক বলেন, আটককৃতের তথ্যানুযায়ী অভিযান চালিয়ে ভিমসী গ্রামের একটি পুকুর থেকে কিছু মালামাল উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারেও আমাদের তৎপরতা অব্যাহত আছে। প্রসঙ্গত, গত সোমবার (১১ নভেম্বর) গভীর রাতে শ্রীমঙ্গল উপজেলার ভিমসী গ্রামের বিভিন্ন মন্দির থেকে পিতলের মূর্তি, থালা বাসন ও দান বাক্সে রক্ষিত টাকা চুরি ও মন্দিরের কয়েকটি মূর্তি ভাঙচুর করা হয় বলে জানান স্থানীয়রা।
0 Comments