জাগো হিন্দু পরিষদ ওমান শাখার মতবিনিময় ও আলোচনা সভার অনুষ্ঠিত


JHP প্রবাসী ফোরামের ওমান শাখার আজ এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয় ৷  বিটু নাথ(রুদ্রের) সঞ্চালনায় শ্রীমদভগবত গীতা পাঠ ও পিন্টু নাথ (জয়)এর সভাপতিত্বে অনুষ্টানের আরম্ভ করা হয় ৷  উক্ত সভায় ওমানের দূর দুরান্ত থেকে আগত সদস্যদের অংশগ্রহনে একটি মিলন মেলায় পরিনত হয়৷ ওমানের মোবালা সানাইয়া হিরালাল প্রভুর জগন্নাথ  মন্দিরে অনুষ্টিত হয় ৷ এতে ঠাকুরের পূজা, ভজন ,কির্তন,ধর্মকথা, এবং কৃষ্ণ প্রসাদ আয়োজন করা হয়৷ এবং পরিষদের নানান দিক তুলে ধরে আলোচনাা ও মত বিনিময় করা হয় ৷ পরিষদের, কার্যক্রম,চলমান হিন্দু নির্যাতন,লাভ জিহাদ প্রতিরোধ,অসহায় সনাতনীদের পাশে দাড়ানো, ঘরে ঘরে গীতার আলো জ্বালো এসব বিষয় নিয়ে এবং সনাতনী সমাজকে কিভাবে একত্র্য করা যায় তা নিয়ে আলোচনা করে বক্তব্য রাখেন.... ফোনের মাধ্যমে পরিষদের সহ আহবায়ক শ্রী কৃষ্ণ মল্লিক দাদা, উপদেষ্টা লিটন খস্তগীর, মহিলা উপদেষ্টা রিংকু রানী নাথ, সন্তোষ নাথ, সিনিয়র সদস্য বিসু ভট্টচার্য্য , সিনিয়র সদস্য টমাস দেবনাথ, সিনিয়র সদস্য সূর্য ঘোষ, সিনিয়র সদস্য বিটু নাথ (রুদ্র), সিনিয়র সদস্য সুধামা প্রভু , জুয়েল বিশ্বাস প্রভু, এবং পিন্টু নাথ (জয়) এর সমাপনী বক্তব্যের মাধ্যমে  অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয় ৷

Post a Comment

0 Comments