
বলরাম দাশ অনুপম কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে মানব কল্যাণে জ্যোতিষ শাস্ত্র বিষয়ক সেমিনার ও মতবিনিময় সভা। শনিবার সকালে শহরের অভিজাত হোটেল সিলভার সাইনের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটি। বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি ড. শেখর রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট দীলিপ কুমার আচার্য্য। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ড. কে সি পাল। সম্মাণিত অতিথি হিসেবে বক্তব্যে রাখেন-কক্সবাজার জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ ও সাধারণ সম্পাদক বাবুল শর্মা।

এতে বিশেষ বক্তা ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যক্ষ এ.আর আচার্য্য। অনুষ্ঠানে বক্তারা বলেন-জ্যোতিষ শাস্ত্র সকল ধর্মের মানুষের কাঝে সমাদ্রিত। আধুনিক বিজ্ঞানের যাত্রার অনেক পূর্বেই জ্যোতিষ বিজ্ঞানের অনুশীলন হয়েছিল। প্রাচীন জ্যোতিষ বিজ্ঞানীরা গ্রহ ও নক্ষত্রের অস্তিত্ব নিয়ে মানব কল্যাণে অবদান রেখেছেন। আলোচনা সভা শেষে রামু কেন্দ্রীয় কালী মন্দিরের আহবায় সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরীকে সভাপতি ও বিভাষ আচার্য্যকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট একটি কক্সবাজার জেলা কমিটি গঠন করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন-ডা. বরুন কুমার আচার্য্য, সৈয়দ আতিকুর রহমান, স্বপন কুমার চক্রবর্তী, সলিল আচার্য্য, কার্তিক আচার্য্য, সজল কান্তি ব্রাহ্মণ চৌধুরী, আর.এ চৌধুরী, তাপস আচার্য্য, রুদ্র আচার্য্য, শয়ন আচার্য্য, মিঠু আচার্য্য, অরুপ আচার্য্য, বিপুল সরকার বিপ্লব, রাজু আচার্য্য, শুভ আচার্য্য, সনজিত আচার্য্য, বিকাশ আচার্য্য, টিটু আচার্য্য, অনিল আচার্য্য, বীরবল আচার্য্য, বাদল আচার্য্য, রাজন আচার্য্য, অজিত আচার্য্য, কুশ মিশ্র, রুপেশ আচার্য্য, বাবুল আচার্য্য, পলাশ কান্তি দাশ, বিভাষ আচার্য্য, দিবাকর আচার্য্য, প্রিয়রঞ্জন আচার্য্য, শিবু কান্তি আচার্য্য প্রমুখ।
0 Comments