হৃসুক-বার্তা ১ম প্রতিস্টা বার্ষিকী অনুস্টান সফল ও সার্থক হউক, শ্রী পরিতোষ শীল


(স্বধর্ম সংস্হাপন ও মানব কল্যাণের ব্রতনিয়ে হৃসুক এর যাত্রা) তার স্বর্ণালী একটি বছর সফলতার সাথে পার করে গৌরবের এক বছরে পদার্পণ করেছে। ২০১৮ সালের ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি পথচলা শুরু করে। সে হিসেবে পত্রিকাটির সাথে আমারও পূর্ণ হয়েছে একটি বছর। সম্পাদকের দক্ষ নেতৃত্বে একঝাঁক তরুণ সনাতনী প্রতিনিধি এখানে কাজ করছেন। এদের সাথে পরিচিত হওয়া নিজেকে ভাগ্যবান মনে করছি। যার কথা না বললেই নয়, এ মাসিক পত্রিকাটি পাঠকের হাতে পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সম্পাদকঃ মাভৈঃ শ্রী তারানাথ চক্রবর্ত্তী (দাদা)। তাহার সাথে সার্বিক সহযোগীতায় রয়েছেন.

Post a Comment

0 Comments