
অনেক চড়াই উৎরাই পেরিয়ে হাঁটি হাঁটি পা পা করে গুনীজন ও সমাজকর্মীদের উপস্হাপন আমাদের লক্ষ্য এই শ্লোগানে হৃসুক-বার্তা (স্বধর্ম সংস্হাপন ও মানব কল্যাণের ব্রতনিয়ে হৃসুক এর যাত্রা) তার স্বর্ণালী একটি বছর সফলতার সাথে পার করে গৌরবের এক বছরে পদার্পণ করেছে। ২০১৮ সালের ১৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে পত্রিকাটি পথচলা শুরু করে। সে হিসেবে পত্রিকাটির সাথে আমারও পূর্ণ হয়েছে একটি বছর। সম্পাদকের দক্ষ নেতৃত্বে একঝাঁক তরুণ সনাতনী প্রতিনিধি এখানে কাজ করছেন। এদের সাথে পরিচিত হওয়া নিজেকে ভাগ্যবান মনে করছি। যার কথা না বললেই নয়, এ মাসিক পত্রিকাটি পাঠকের হাতে পৌছে দিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন সম্পাদকঃ মাভৈঃ শ্রী তারানাথ চক্রবর্ত্তী (দাদা)। তাহার সাথে সার্বিক সহযোগীতায় রয়েছেন প্রকাশকঃ ডাঃ নারায়ন চন্দ্র মজুমদার। সব বাঁধা মাড়িয়ে হৃসুক-বার্তা এখন চট্রগ্রামে সর্বাধিক জনপ্রিয় মাসিক হিসেবে পাঠক হৃদয়ে স্থান করে নিয়েছে। নিজকে হৃসুক-বার্তা পরিবারের ক্ষুদ্র সদস্য হিসেবে ভাবতে গর্ব বোধ করি। প্রতিটি সহকর্মীর আন্তরিক ভালবাসায় কাজ করতে স্বাচ্ছন্দ বোধ করছি। ভগবান যতদিন বাঁচিয়ে রাখেন সম্পাদকের পাশে থাকবো আশা রাখি। সর্বোপরি হৃসুক-বার্তা তথা আমরা এগিয়ে আছি। সবার ভালবাসা নিয়ে এগিয়ে থাকতে চাই। হৃসুক-বার্তার অগ্রযাত্রার পথ আপনাদের সকলের সহযোগীতায় আরো সুগম হবে আশা করি। পরিশেষে হৃসুক-বার্তা পরিবার উত্তরোত্তর সাফল্যের জন্য সকলের আর্শিবাদ কামনা করি ও রইল শুভ কামনা। আগামী ২২ নভেম্বর রোজঃ শুক্রবার ১ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুস্টান সফল হউক।।
0 Comments