চন্দনাইশে মন্দিরের জায়গা দখলের এর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।


চন্দনাইশে মন্দিরে জায়গা দখল এর প্রতিবাদে আজ সকাল ১০ ঘটিকায় চন্দনাইশ সাতঘাটিয়া পুকুরপাড় এলেকায়, সচেতন নাগরিক সমাজ এর ব্যনারে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় , উল্লেখ ২১/১১/২০১৯ ইংরেজি রোজ বৃহস্পতিবার রাতে রাধারে ভূমিদস্যু, 


কামরুল,ইকবাল, ও আকতার গং উক্ত এলেকার, শ্রী শ্রী শনিঠাকুরে মন্দিরের জায়গায় অবৈধ ভাবে দখলের চেষ্টা করে , এই মন্দিরের সেবায়েত অসিম দেওয়ানজী বাঁধা দিলে তারা তার উপর হামলার চেষ্টা করে, এরি প্রতিবাদে আজ সুবল ধর এর সভাপতিত্বে, কৃষ্ণ চক্রবর্ত্তী সনঞ্চালনায় , মানববন্ধনে উপস্থিত ছিলেন, বাবু উৎপল রক্ষিত, বাবু বলরাম চক্রবর্ত্তী, ওয়ার্ড মেম্বার অমর ভট্টাচার্য, সহ এলেকার সচেতন নাগরিক সমাজ, এই সকল বক্তৃতা এই ঘটনা তীব্র নিন্দা জানান ও অপরাধীদের দূরত আইনের আওতায় আনার আহবান জানান।

Post a Comment

0 Comments