যীশু সেন, স্টাফ রিপোর্টার ঃ
আধ্যাত্মিক শক্তির প্রভাবে বিশ্বব্যাপী মানব জাতির মধ্যে ভ্রাতৃত্ব ও একাত্ব বোধকে জাগিয়ে তোলাই আমার জীবনের কর্ম ও সাধনা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববরেণ্য দার্শনিক ও বৈষ্ণবাচার্য্য ড. শ্রীমন মহানামব্রত ব্রহ্মচারীর এই কথাটি হৃদয়ে ধারণ করে চট্টগ্রাম হাটহাজারী ফতেয়াবাদসস্থ শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধু আশ্রমের মহানাম সেবক সংঘের আয়োজনে গত ২২ নভেম্বর শুক্রবার শ্রীশ্রী প্রভু জগদ্বন্ধুর মন্দির প্রাঙ্গণে সংগঠনের যুগ্ম-সম্পাদক রুপন বনিকের সঞ্চালনায় চট্টগ্রাম ইসলামিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রীমান কান্তি ঘোষ এর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়
। আলোচ্য সূচীতে ছিল শোক প্রস্তাব গ্রহণ, ২০১৭-১৮-১৯ খ্রি. কার্যক্রমেরর সম্পাদকীয় প্রতিবেদন, হিসাব পেশ, বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান ও নির্বাচনী সাধারণ সভা।
এতে প্রতিবেদন পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক লিটন পালিত। স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি সঞ্জয় বণিক। বক্তব্য রাখেন ডা. লায়ন প্রণব রঞ্জন বিশ্বাস এম জে এফ, ডা. মানব বিশ্বাস, ধীমান পাল, নট রাজ চৌধুরী, বিবেকানন্দ রায়, বিশ্বনাথ চৌধুরী ও অমর নাথ চৌধুরী প্রমুখ।
বার্ষিক সাধারণ সভা শেষে দ্বি-বার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসাবে অধ্যাপক শ্রীমান ঘোষ, সাধারণ সম্পাদকে লিটন পালিত ও জয় ধন কে অর্থ সম্পাদক করে ২১ সদস্য এর কমিটি গঠন করা হয়।
Post a Comment
0
Comments
আমাদের সোস্যাল মিডিয়া
আপনার যে কোন ডিজাইনের কাজে আমরা
লগো, টিশার্ট, প্যাকেট, ব্যানার, ভিডিও ইন্ট্রো, ওয়েব সাইট তৈরি ইত্যাদি কাজে আমরা আপনার পাশে।
0 Comments