যীশু সেন, স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম রাউজানে মুন্সীরঘাটাস্থ সার্বজনীন শ্রীশ্রী রাস বিহারী ধাম প্রাঙ্গণে ২১ থেকে ২৪ নভেম্বর বৃহস্পতিবার হতে রবিবার পর্যন্ত রাউজানের রাস উৎসব অনুষ্ঠান সম্পন্ন হয়। এই উপলক্ষে ছিল আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটক, লীলা প্রদর্শনী ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ ও পাল্টা গান। আলোচনা সভায় রাসবিহারী ধাম পরিচালনা কমিটির সভাপতি কাউন্সিলর এড. সমীর দাশ গুপ্ত এর সভাপতিত্বে শিক্ষক অনুপম দাশ গুপ্তের সঞ্চালনায় প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অধ্যক্ষ লীলা রাজ গৌরদাস প্রভু ।
প্রধান অতিথি ছিলেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। অতিথি ছিলেন শ্যামল কুমার পালিত, আনোয়ারুল ইসলাম, বশির উদ্দিন খান, জমির উদ্দিন পারভেজ, কামরুল ইসলাম বাহাদুর, বিএম জসিম উদ্দিন হিরু, শাহ আলম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, প্রিয়তোষ চৌধুরী, এড. দিলীপ কুমার চৌধুরী, সুমন দে, ম্যালকম চক্রবর্তী, রবীন্দ্র লাল চৌধুরী, রুণু ভট্টাচার্য, অলক দাশগুপ্ত, বরুণ দাশগুপ্ত, তপন দে, দীপক দাশগুপ্ত, উজ্জ্বল দাশগুপ্ত, দুলাল দাশগুপ্ত, ডা. রাখাল দাশগুপ্ত, সাজু পালিত, উত্তম দাশগুপ্ত, সোনা দত্ত, মনোজ চক্রবর্তী, তাপস দাশগুপ্ত, এড. সৌমিত্র ভট্টাচার্য, তুহিন গুহ, সাগর দাশগুপ্ত, রুবেল দাশগুপ্ত, পার্থ প্রতিম দাশগুপ্ত প্রমূখ। ষোড়শ প্রহরব্যাপী নামসুধা বিতরণ করেন চট্টগ্রামের স্বামী চিন্তাহারী সম্প্রদায়, ভোলার শ্রী গুরু চৈতন্য সম্প্রদায়, বৈষ্ণব নারায়ণ সম্প্রদায়, গোপালগঞ্জেরর রাধে শ্যাম সম্প্রদায়, পটুয়াখালীর শ্যাম অনুরাগ সম্প্রদায় ।
প্রতিদিন দুপুর ও রাত্রে মহাপ্রসাদ বিতরণ। উল্লেখ্য সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগের কারণে রাস উৎসব তারিখ পরিবর্তন হয়েছে কিন্তু নির্ধারিত সময় পূজা অর্চ্চনা সম্পন্ন হয়।
0 Comments