সনাতনী জাগরণ সংঘ এর মাসিক বর্ধিত সভা অনুষ্ঠিত।


সনাতনী জাগরণ সংঘ" বৃহত্তর চট্রগ্রাম অঞ্চলে সংগঠনের কার্য্যক্রমকে প্রসারিত করা ও সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দ্বারানোর সংকল্প নিয়ে ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬ ঘঠিকায় চট্রগ্রাম মহানগরীর "কদমমোবারক স্কুল হলে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সনাতনীদের ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশিষ্ট শিক্ষানুরাগী বাবু তাপস পাল এর সভাপতিত্বে "সনাতনী জাগরণ সংঘ" পরিবারের মাসিক এক বর্ধিত সভার আয়োজন করা হয়।


 উক্ত সভায় বাবু "কাঞ্চন আচার্য্য"র সঞ্চালনায় দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের অন্যতম সদস্য ডাঃ কথক দাশ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বাবু "দেবাশীষ আচার্য্য, প্রাথমিক শিক্ষা গভর্নিং বোর্ড এর সম্মানিত সদস্য বাবু তাপস পাল, প্রিমিয়ারভার্সিটি চট্রগ্রাম এর সম্মানিত লেকচারার বাবু বিদ্যুৎত কুমার নাথ, রুমকি সেনগুপ্তা, এডভোকেট অভিজিৎ আচার্য্য, শিমুল দাশ, সুমন সরকার, শুভংকর দাশ, আলপনা দাশ, অনুপম দাশ সহ প্রমূখ নেত্রীবৃন্দ। বক্তারা তাদের বক্তিতাকালে সনাতনী সমাজের বেকার সমস্য দূরীকরণ, অসহায়দের সহায়তা প্রদান করা সহ ধর্মীয় শিক্ষার উপর বিশেষ গুরুত্বারোপ করেন। 


পটিয়া থানাধীন ধলঘাট গ্রামের শুভ সর্দ্দারের মাকে তার চিকিৎসার জন্য কিছু অর্থ প্রদান করেন" এবং সভায় সর্ব সম্মতিক্রমে হাটাজারীস্থ অবহেলিত ত্রিপুরা পাড়ায় ধর্মীয় শিক্ষা প্রসারীত করার প্রয়োজনে একটি মন্দির নির্মান সহ সার্বিক সহায়তার পরিকল্পনা গ্রহন করা হয়।

Post a Comment

0 Comments