শ্রী গৌরবানী পত্রিকা এবং বাংলাদেশ গীতা শিক্ষা মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে বিশাল সমরোহে পালিত হল তিন দিনব্যাপি ভাগবত আলোচনা ও গীতা বই বিতরন অনুষ্ঠান।


শ্রীবাস ব্যানার্জী বিশেষ প্রতিনিধি :গত ০৮-১১-২০১৯হতে ১০-১১-২০১৯ মৌলভীবাজার জেলাধীন জুরী উপজেলার ফুলতলা চা বাগানে শ্রীগৌরবানী পত্রিকা ও বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির উদ্যোগে বহু ভক্তবৃন্দের মহাসমারহের মাধ্যমে পালিত হল তিন দিন ব্যাপি ভাগবত আলোচনা ও গীতা বিতরন অনুষ্ঠান।উক্ত অনুষ্ঠানের প্রারম্ভে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটির পক্ষ থেকে গীতা স্কুল উদ্ভোদন করেন ডা:মালা রানী দে।সভাপতি সিলেট বিভাগ এসময় আর উপস্থিত ছিলেন বাগীশিক সিলেট ও মৌলভীবাজার জেলার অনান্য সদস্যবৃন্দ।এবং সন্ধ্যা ৭ টা সময় শ্রীমতভাগবত পাঠের মধ্যে দিয়ে শুভ উদ্ভোদন করেন রিংকু রঞ্জন দাশ,ভাইস চেয়ারম্যান জুরী উপজেলা পরিষদ।এসময় আর উপস্থিত ছিলেন রঞ্জিতা শর্মা,মহিলা ভাইস চেয়ারম্যান জুরী উপজেলা পরিষদ,সপন মল্লিক সহ আরও বিভিন্ন নেতাকর্মী ওমহারাজ বৃন্দ।উক্ত ভাগবত পাঠে ভাগবত পাঠ করেন সু মধুর ভাগবত পাঠক শ্রী রাজেন প্রসাদ পান্ডে।উনার তিনদিন ব্যাপি অমৃত মুখ থেকে অমৃত প্রসাদ বিতরন করার মধ্য দিয়ে গত ১০-১১-২০১৯ তারিখে মহাসমোরহে পূর্না হল ভাগবত কথামৃত। 

Post a Comment

0 Comments