হাটহাজারী মিরেরখীল সনাতনী ঐক্য পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্টিত ,



উত্তর চট্টলার অন্তরগত হাটহাজারী পৌরসভা এলাকার ঐতিহ্যবাহী সংগঠন মিরেরখীল সনাতনী ঐক্য পরিষদের দ্বি- বার্ষিক সম্মেলন, অাজ সকাল ১০ টায়, পরিষদের স্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়। পরিষদের সম্মানিত সভাপতি শ্রী বিশ্বজিৎ দেব নাথের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শ্রী পলাশ দেব নাথের সঞ্চালনায়, উদ্ভোদক ছিলেন হাটহাজারী রুদ্ররাজ সংস্কৃত কলেজের সম্মানীত অধ্যক্ষ শ্রী মিলন চন্দ্র দেব নাথ, প্রধান অথিতি ছিলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি ড. শ্রী শিপক নাথ, প্রধান বক্তা ছিলেন- রামগড় কৃষি গবেষনা ইনষ্টেটিউট এর মূখ্য সচিব শ্রী সুনিল কুমার নাথ, মহান অথিতি ছিলেন - মাষ্টার শ্রী রনজিত কুমার নাথ, অালোকিত অথিতা ছিলেন- ডাঃ স্বপন কুমার নাথ, বিশেষ অথিতি ছিলেন - অা. মি. চ. নাথ সংঘের সভাপতি শ্রী নেপাল চন্দ্র নাথ, পরিষদের উপদেষ্টা- শ্রী মানিক কুমার নাথ, শ্রী স্বপন কুমার নাথ, মাষ্টার শ্রী রুপন কুমার নাথ, শ্রী দিলিপ কুমার নাথ, এবং বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার শ্রী সুজন নাথ। সাংস্কৃতিক সম্পাদক শ্রী রাধেশ্যাম নাথের গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়। সাধারণ সম্পাদক শ্রী পলাশ দেব নাথের সম্পাদকীয় বক্তব্যের পর অর্থ সম্পাদক শ্রী শিবুশ্যাম নাথ তার অায় ব্যয় হিসাব প্রদান করেন। পরিষদের সভাপতি শ্রী বিশ্বজিৎ নাথের বক্তব্যের পর উপদেষ্টাদের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। এর পর প্রধান নির্বাচন কমিশনার ও উপদেষ্টাগণ অাগামী দুই বছরের জন্য ২০২০ - ২০২১ ইং কার্যকরী পরিষদে শ্রী রুবেল নাথ ( পলাশ) কে সভাপতি এবং শ্রী পলাশ দেব নাথকে পুনঃরায় সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।

Post a Comment

0 Comments