কোহলি আইপিএল থেকে আয়ের অর্ধেক বৃদ্ধাশ্রমে দিচ্ছেন !

virat4_1461310640



নানা  কারণে আলোচনায় থাকেন ভিরাট কোহলি। মাঠের ভিতরে যেমন তার অসাধারণ পারফরমেন্সের জন্য সবসময় আলোচনায় থাকেন, তেমনি মাঠের বাহিরেও নানবিধ সামাজিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুর নাম ভিরাট কোহলি।

এবারের আইপিএলের সিজনে তার ব্যাট যেভাবে কথা বলেছে, সেটা দৃষ্টান্ত। এতোটা ধারাবাহিকভাবে এতো রান কেউ কোনো সিজনে করতে পারে নি। ১৬ ম্যাচে ৮১ গড়ে করেছেন ৯৭৩ রান। হয়েছেন টুর্ণামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক । পাশাপাশি নেতৃত্ব দিয়ে দলকে নিয়ে গেছেন ফাইনালে। যদিও জিতা হয় নি আইপিএল, তারপরেও অন্যান্য আইপিএল আসর থেকে এবারের আসরে ভিরাট কোহলির আয় অনেক বেশি।

কিন্তু শোনা যাচ্ছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর এবারের আসরের আয়ের ৫০ ভাগ অর্থ ভিরাট দিয়ে দিবেন একটি বৃদ্ধাশ্রমে! আইপিএল চলাকালীন সময়ে এপ্রিলে পুনের একটি বৃদ্ধাশ্রম আভালমায়াতে গিয়েছিলেন ভিরাট। সামাজিক মাধ্যমের বদৌলতে সেখানকার কিছু চিত্র মানুষের চোখে আসে। সেই সময় আইপিএল থেকে এক ম্যাচে আয়ের অর্ধেক অর্থ তুলে দিয়ে ছিলেন বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষের হাতে। পাশাপাশি কথা দিয়েছিলেন এখানের বাসিন্দাদের ভালো, পর্যাপ্ত সুযোগ-সুবিধার জন্য তার ফাউন্ডেশন কাজ করবে।

এখন ভারতীয় মিডিয়ার দাবি করছে, ভিরাট নাকি তার আইপিএল থেকে আয়ের অর্ধেক অর্থ সেই বৃদ্ধাশ্রমে দিয়ে দেবেন। যদিও ছড়িয়ে পড়া এই সংবাদের কোন সত্যতা এখনো স্বীকার করেননি ভিরাট!

Post a Comment

0 Comments