শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে পাক ক্রিকেটার দানেশ কানেরিয়ার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করতো অন্য পাক ক্রিকেটাররা।



নাগরিকত্ব সংশােধনী আইন নিয়ে বিতর্কের মাঝে এই বিস্ফোরক দাবি করলেন অন্যতম পাক ক্রিকেটার শােয়েব আখতার।শোয়েব অাকতারের কথায়🗣
হিন্দু হওয়ার জন্য দানিশ কানেরিয়াকে এক টেবিলে খেতে দেওয়া হতো না।দানিশ কানেরিয়াকে আলাদা টেবিলে খেতে দিতো অন্য পাক ক্রিকেটাররা।
পাকিস্তান টিমের অনেকেই কানেরিয়াকে তাঁর ধর্মীয় পরিচয়ের জন্য দলে চাইত না, তাঁকে কখনই পারফরম্যান্সের জন্য প্রাপ্য কৃতিত্ব দেওয়া হয়নি, লাগাতার তাঁকে সতীর্থদের কটাক্ষ, বিদ্রূপ শুনতে হত।
কানেরিয়া ২৬১ টি টেস্ট উইকেট ঝুলিতে পুরেছেন।সব ধরনের স্পিন বোলিংয়ের দক্ষতা থাকা সত্বেও আব্দুল কাদির,মুস্তাক আহমদের মতো উচ্চতায় উঠতে পারেনি।
কানেরিয়াকে ২০১২ সালে ষড়যন্ত্র করে, দোষী সাব্যস্ত করে নিষিদ্ধ ঘোষণা করে পাক ক্রিকেট বোর্ড।
এভাবেই শেষ হয়ে গেল একটা হিন্দু ক্রিকেটারের উজ্জ্বল ভবিষ্যৎ

Post a Comment

0 Comments