কুমিল্লা মায়ের সামনে আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমিরের হিন্দু যুবককে অমানুষিক নির্যাতন!

Image may contain: one or more people, people sitting and shoes

কুমিল্লার মুরাদনগরে মায়ের সামনে আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমিরের হিন্দু যুবককে অমানুষিক নির্যাতন!
কুমিল্লার মুরাদনগর উপজেলায় মায়ের সামনে গ্রাম্য মাতাব্বরের হাতে হিন্দু যুবকের উপর অমানুষিক নির্যাতনের ঘটনায় চারদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার সনাতন ধর্মালম্বী ওই ছেলেটি কাজিয়াতল গ্রামের রাখাল চন্দ্রের ছেলে রাজু চন্দ্র।অপরদিকে নির্যাতনকারী ওই মাতাব্বর আবু তাহের কন্টাক্টর দারোরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও দারোরা ইউনিয়ন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের বর্তমান আমির, দুই দলেরই ইউনিয়ন কমিটিতে পোষ্ট রয়েছে তার।
বুধবার বিকেলে কোন কারণ ছাড়াই হাত পা বেধে অমানুষিক নির্যাতন করেন আবু তাহের কন্টাকটার। কোন প্রকার প্রতিবাদে কাজ না হওয়ায় সেই দৃশ্য সামনাসামনি দাড়িয়ে কাতর হয়ে দেখছেন মা। ঐ হিন্দু যুবককে জামা কাপড় খুলে হাত পা বেধেঁ প্রচন্ড শীতের মধ্য পা দিয়ে মুখে ও বুকে লাথি মেরে ছুড়ে ফেলে অজ্ঞান করা হচ্ছে। এরপর আহত ও ক্রন্দনরত যুবকটিকে টানা কয়েকদফা লাথি মারতে থাকেন ওই সর্দার।হিন্দু যুবকের প্রতি এমন হিংস্র আচরণে এলাকায় সমালোচনার ঝড় বইছে। ওই যুবকের পরিবার এ অমানবিক আচরনের বিচার চেয়ে অন্য সর্দার ও মাতাব্বরদের দ্বারে দ্বারে ঘুরে এখন ক্লান্ত প্রায়। যুবকটির মা ও তার পরিবার এ অমানবিকতার বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

আমরা অবিলম্বে এই অমানবিক ও নৃশংস ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক বিচার চাই।
facebook post

Post a Comment

0 Comments