স্বরসতী পূজার দিন ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন (সিইসি) কে বাংলাদেশ হিন্দু পরিষদ এর চিঠি



স্বরসতী পূজার দিন ঢাকা দুই সিটি কর্পোরেশন নির্বাচন তারিখ পরিবর্তন করার জন্য বাংলাদেশ হিন্দু পরিষদ গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম.নুরুল হুদাকে লিখিত ভাবে অনুরোধ করার পর এবার চিঠি দিলেন দিলেন বৃহত্তর তিন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ,জাতীয় পার্টি ও বি.এন.পিকে।
বাংলাদেশ হিন্দু পরিষদের প্রতিনিধিদের জাতীয় পাটির চেয়ারম্যান আশ্বাস দেন যে, প্রধান নির্বাচন কমিশনারএর  বরাবর ঢাকার দুই সিটি নির্বাচন তারিখ পরিবর্তন করার জন্য চিঠি দিবেন।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ভোট আগামী ৩০ জানুয়ারি গ্রহণের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে সেই দিন হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। তাই এই দুই সিটির ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।
Image may contain: 3 people, including Sajon Misro, people sitting

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বরাবর এ সংক্রান্ত একটি চিঠি দিয়েছে এই পরিষদের সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র।
Image may contain: 5 people, including Antar Açhärjéè Krishnäjit and Sajon Misro

চিঠিতে বলা হয়েছে, ‘সম্প্রতি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণের তারিখ আগামী ৩০ জানুয়ারি নির্ধারণ করেছেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, ওই দিন সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।
Image may contain: 5 people, including Sajon Misro

 প্রত্যেকে নিজ নিজ বাড়িতে, শিক্ষাপ্রতিষ্ঠান, পাড়া-মহল্লা, ক্লাবসহ বিভিন্ন স্থানে অত্যন্ত আনন্দের সাথে এ পূজা উদযাপন করে। অতএব ৩০ জানুয়ারি ভোটগ্রহণ করলে ভোট গ্রহণে কিংবা পূজা উৎসব পালনে বিঘ্ন ঘটবে। তাই এই দুই সিটি নির্বাচনে ভোটগ্রহণের দিন পরিবর্তন করার অনুরোধ জানাচ্ছি।’

Post a Comment

0 Comments