হিন্দু ধর্ম গ্রহন করলেন সোহা আলি খান।


পতৌদি পরিবারের মেয়ে। আর অভিনেতা কুণাল খেমুর স্ত্রী। তাই এখন তাঁকে সোহা আলি খান খেমু বললেও বেশি বলা হয় না। কিন্তু, এবার সাইফ আলি খানের বোন সারা আলি খানকে কটাক্ষ করা হল সোশ্যাল সাইটে।সম্প্রতি নিজের বেবি শাওয়ার অর্থাত সাধ-এর অনুষ্ঠানের ছবি পোস্ট করেছিলেন সোহা। সেখানে গোলাপি রঙের শাড়ি পরে, খোপায় মালা লাগিয়ে, কপালে টিপ পরে যেন আরও সুন্দরি লাগছিল কারিনা কাপুর খানের ননদকে।   স্বামী কুনাল খেমুর পাশে দাঁড়িয়ে সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেন সোহা। আর এরপরই সোহাকে কটাক্ষ করতে শুরু করেন বেশ কিছু মানুষ।কেন শাড়ি পড়েছেন এবং কেন তাঁর ছবিতে ঈদ-এর কথা উল্লেখ করেননি, সে বিষয়ে কটাক্ষ করা হয় সোহাকে। ‘শেষ পর্যন্ত আপনি হিন্দুই হয়ে গেলেন’ বলেও বলিউডের ওই অভিনেত্রীকে কটাক্ষ করা হয়। যদিও কারও কোনও কটাক্ষের জবাবই দেননি সোহা।
বেবি শাওয়ারের অনুষ্ঠান বলে কথা। আর কটাক্ষের মাঝেও মুখে খুলুপ এঁটে, সেইদিনের শুধু ছবিই পোস্ট করেছেন শর্মিলা ঠাকুরের কন্যা।

Post a Comment

0 Comments