ভারতে যারা বসবাস করেন, তাঁরা সবাই হিন্দুঃ মোহন ভাগবত

Image result for মোহন ভাগবত


ভারতে বসবাসকারী ১৩০ কোটি মানুষই ‘হিন্দু’ বলে বুধবার দাবি করলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক মোহন ভাগবত। সরসঙ্ঘচালকের কথায়, ‘কে হিন্দু– তার একটা নির্দিষ্ট সংজ্ঞা আমাদের রয়েছে।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, যাঁরা এই দেশকে ভালোবাসেন, যাঁরা এই দেশের অগ্রগতি চান, তাঁরা সবাই হিন্দু। সুতারাং, ভারতের ১৩০ কোটি জনগণই হিন্দু।’
আরএসএস প্রধানের সংযোজন, ‘হ্যাঁ, আমরা এটাই মনে করি। তবে, আপনি আমাদের সঙ্গে এ বিষয়ে ভিন্ন মত পোষণ করতেই পারেন।’ বুধবার হায়দরাবাদের সারুর নগরের ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত রাষ্ট্রীয় স্বংয়সেবক সঙ্ঘের বিজয় সংকল্প শিবিরে এ কথা বলেন সঙ্ঘ প্রধান। সভায় ৮ হাজারেরও বেশি স্বয়ংসেবক উপস্থিত ছিলেন।
আরএসএস প্রধানের এই সভা উপলক্ষে স্টেডিয়ামে ডক্টর বিআর আম্বেদকর, রানি লক্ষ্মীবাই, স্বামী বিবেকানন্দ ও কুমারম-ভীমের বড় বড় কাট-আউট লাগানো হয়েছিল। আরএসএসের নানা পুস্তিকা ছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োগ্রাফিও সেখানে বিক্রি হচ্ছিল।
একটু ভিন্ন ভাবে এদিন ভাষণ শুরু করেন ভাগবত। ‘বিজয়’ শব্দের ব্যাখ্যা দিয়ে শুরু করেন। কার বিজয়, কী ধরনের বিজয়– এ সমস্ত কিছুরই তিনি বিশদ ব্যাখ্যা দেন। তাঁর কথায়, এটা হল ‘ধর্ম বিজয়’। ‘অসুরা বিজয়’-এর সঙ্গে এই ধর্ম বিজয়ের পার্থক্যের কথাও তিনি জানান।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘স্বদেশি সমাজ’ থেকেও উদ্ধৃতি দেন মোহন ভাগবত। রবীন্দ্রনাথ বলেছিলেন, ব্রিটিশরা ধরেই নিয়েছিল, হিন্দু-মুসলিম মারামারি কররে মরবে। কিন্তু কার্যক্ষেত্রে তা হয়নি। ব্রিটিশরা ভুল প্রমাণিত হয়েছিল। হিন্দুর প্রণয়ন করা সমাধানের ভিত্তিতেই অশান্তি হয়নি। এর পরেই তড়িঘড়ি যোগ করেন, এটা রবীন্দ্রনাথের বক্তব্য, আমার নয়।

suc...myindianews.com

Post a Comment

0 Comments