নতুন বছরের শুরুতেই আরও একটি হিন্দু মন্দিরের দরজা খুলে দিতে চলেছে পাকিস্তান। ঐতিহাসিক এই মন্দিরটি দেশভাগের পর থেকেই বন্ধ। জানুয়ারি মাসে তীর্থযাত্রীদের জন্য এই মন্দির খুলে দেওয়া হবে বলে জানিয়েছে পাক প্রশাসন।এর আগে তিনটি উল্লেখযোগ্য ধর্মীয়স্থানের দরজা তীর্থযাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়ার পর এবার পাকিস্তানে খুলতে চলেছে পঞ্জ তীরথ মন্দির। পাকিস্তানের পেশওয়ারে অবস্থিত মন্দিরটির উল্লেখ রয়েছে মহাভারতেও। অজ্ঞাতবাসে থাকার সময় পাণ্ডবরা কিছুদিন এই খানেই লুকিয়ে ছিলেন বলে মনে করা হয়। খাইবার পাখতুনওয়া প্রদেশ ইতোমধ্যেই এই মন্দিরকে জাতীয় হেরিটেজ হিসেবে ঘোষণা করেছে।মন্দির পুনর্নিমাণের কাজ চলছে বলে জানিয়েছেন ট্রাস্ট প্রপার্টি বোর্ডের চেয়ারম্যান আমির আহমেদ। সম্প্রতি এই নিয়ে দ্বিতীয় হিন্দু মন্দিরের দরজা খুলে দেওয়া হল পাকিস্তানে। অক্টোবরে পাকিস্তানের শিয়ালকোটে খুলে দেওয়া হয় ১০০০ বছরের পুরনো শিবালা তেজা সিং মন্দির। পাকিস্তানের রোহতাস ফোর্টের কাছে গুরদোয়ারা চোহা সাহিব খুলে দেয় প্রশাসন। এরপর উদ্বোধন করা হয় করতারপুর করিডোরের।
0 Comments