রাতে মণ্ডপে গিয়ে সরস্বতী পুজো দেখার মতো পরিবেশ এখন আর চট্রগ্রাম মহানগরে নেই,


রাতে মণ্ডপে গিয়ে সরস্বতী পুজো দেখার মতো পরিবেশ এখন আর চট্রগ্রাম মহানগরে নেই, বাংলাদেশের অন্যান্য অঞ্চলের কি অবস্থা আমার জানা নেই।
Dj বাজিয়ে হিন্দি গানের সাথে উশৃংখল উন্মাদ নৃত্য হচ্ছে প্রায় মন্ডবগুলোতে...ঢাকের সেই আওয়াজ, সরস্বতী মায়ের সন্ধ্যা আরতি নেই বললেই চলে...
মা সকলের মঙ্গল করুক , শুভ বুদ্ধির উদয় হোক । সকলকে সরস্বতী পুজোর শুভেচ্ছা।
ডা: কথক দাশ।
সাংগঠনিক সম্পাদক, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন
পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি।
সহ-সভাপতি, বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদ।

Post a Comment

1 Comments