সইফকে প্রশ্ন কঙ্গনার "ভারত না থাকলে মহাভারত এল কোথা থেকে ?"

Image result for সইফকে প্রশ্ন কঙ্গনার ভারত না থাকলে মহাভারত এল কোথা থেকে ?


মুম্বই : সম্প্রতি এক চ্যাট শোয়ে এসে সইফ আলি খান মন্তব্য করেন যে, ব্রিটিশরা আসার আগে ভারত বলে কোনও কনসেপ্ট ছিল না । সইফের এই মন্তব্যে উত্তাল হয় সোশাল মিডিয়া । এবার মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত । এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এই খবর ।কঙ্গনা বলেন, "এটা ঠিক তথ্য নয় । যদি ভারত না থাকত, তাহলে মহাভারত এল কোথা থেকে ? পাঁচ হাজার বছর পুরোনো সেই লেখাটা তাহলে কী ? বেদব্যাস কী লিখেছিলেন ? কিছু মানুষ নিজেদের সুবিধামতো গল্প তৈরি করে নেয় ।"কঙ্গনা আরও বলেন, "তার মানে একটা ভারত ছিল, সেই ভারতই মহান ভারত ওঠে । সারা দেশ জুড়ে সব রাজা সেই মহান যুদ্ধে যোগদান করে ।"
কঙ্গনা বলেন যে, "লোক নিজের মতো করে ন্যারেশন তৈরি করে নেয় । তারা চায় যে, এই রাজ্যগুলো ভাগ হয়ে যাক । কিন্তু, দেশের যে তিনটে টুকরো করা হয়েছিল, তার জন্য এখনও মানুষ কষ্ট পাচ্ছে ।"

কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল কঙ্গনার এই সাক্ষাৎকারটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "সইফকে কঙ্গনা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে । উত্তর দাও সইফ..."

suc...https://www.etvbharat.com/

Post a Comment

0 Comments