রাজীব চন্দ্র শীলঃ ফরিদগঞ্জ থানার ৮ নং গাব্দেরগাঁ ইউনিয়নের চরমুগ্গা গ্রামের নারকেল তলার মালীবাড়ীর বিজয় চন্দ্র দাসের বড় মেয়ে স্মৃতি রানী দাসের বিয়ে ঠিক হয়েছে ২২ই জানুয়ারী রোজ বুধবার।আর্থিক সঙ্কটের কারণে হিন্দু সমাজের কাছে সহযোগিতা চেয়েছেন।তার এই আবেদন গীতা স্কুল পরিচালনা পরিষদ জেলা কমিটির কানে আসে।জেলা কমিটির সভাপতি রাজীব চন্দ্র শীল গীতা স্কুল পরিচালনা পরিষদ ফরিদগঞ্জ শাখাকে অবহিত করেন।পরে জেলা কমিটি ও ফরিদগঞ্জ থানা কমিটির সমন্বয়ে ঐ অসহায় পরিবারটিকে আজ ২১ই জানুয়ারি রোজ মঙ্গলবার দুপুর ২ ঘটিকার সময় আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। অনুদান তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, গীতা স্কুল পরিচালনা পরিষদ ফরিদগঞ্জ শাখার আহ্বায়ক দূর্জয় বর্ধন,যুগ্ম আহ্বায়ক আকাশ অধিকারী,নয়ন সাহা,বিনয় সাহা ও গোপাল সাহা।আর্থিক অনুদানে অংশগ্রহণ করেন শীমুল অধিকারী,চাঁদপুর জেলা কমিটির একনিষ্ঠ সারথী রাজীব শীলসহ ফরিদগঞ্জের স্থানীয় সংগঠন শ্রী শ্রী গিরীধারী সংঘের কিছু ভক্ত ও শুভাকাঙ্ক্ষী। অনুদান পেয়ে বিজয় চন্দ্র দাস খুব খুশি হোন এবং সৃষ্টিকর্তার নিকট গীতা স্কুল পরিচালনা পরিষদের জন্য আশীর্বাদ কামনা করেন।
0 Comments