বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা'র সেচ্ছাসেবক উপ কমিটির মত বিনিময় সভা অনুষ্টিত।



অভিজিৎ দে রিপন : পূর্ণকুম্ভের অনুসরণে যুগাবতার শিবকল্পতরু শ্রী শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ প্রবর্তিত বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলার সার্বিক বিষয় পরিচালনার জন্য  সেচ্ছাসেবক উপ- কমিটির মত বিনিময় সভা গত ১৭ জানুয়ারী ঋষিধামে অনুষ্টিত হয়।


আহবায়ক, ঝুন্ট কুমার দাশ’র সভাপতিত্বে সদস্য সচিব বিশ্বজিৎ দত্ত বাবু এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডঃ কাঞ্চন বিশ্বাস সা,সম্পাদক ঋষি অদ্বৈতানন্দ পরিষদ, যুগ্ন আহবায়ক অলক দাশ, অর্থ সচিব তড়িৎ গুহ, মহা প্রসাদ উপ কমিটির সচিব নগরবাসী সুশীল, গঙ্গা স্নান উপ কমিটির আহবায়ক শিব শংকর দাশ শানু, প্রচার উপ কমিটির সচিব নারায়ণ মল্লিক নয়ন, রতন কান্তি নাথ, প্রমুখ।


এই সময় বক্তারা বলেন আয়োজিত ৩১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারী বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলায় দেশবিদেশ থেকে প্রায় ৪০ লক্ষ ভক্তপূর্ণ্যাতীর সমাগম ঘটবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ১০ হাজারের অধিক সেচ্ছাসেবক দেশের বিভিন্ন মঠ-মন্দির ও সংগঠন থেকে যোগ দিয়ে কাজ করবে। সুন্দর সুস্থ ভাবে বিংশতম আন্তর্জাতিক ঋষিকুম্ভ ও কুম্ভমেলা’র সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Post a Comment

0 Comments