সংখ্যালঘু মানুষের অধিকার কতটুকুই বা ব্যস্তবাইত হচ্ছে?


বিজয় চন্দ্র সরকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি"  সংখ্যালঘু মানুষের অধিকার কতটুকুই বা ব্যস্তবায়িত হচ্ছে! এই দুনিয়াটা সত্যিকার অর্থেই একটা আজব রঙ্গমঞ্চ এখানে যে যেভাবে পারছে মানুষগুলোকে বুকা বানিয়ে ধুঁকা দিয়ে অভিনয় করে টাকাপয়সা ঠিকই হাতিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু সমাজের সুজা সাজা অসহায় মানুষগুলো বুজতেই পারেনা! এই আজব রঙ্গমঞ্চে সদাসর্বদা মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে অথচ কেউ ন্যায় বিচার পাচ্ছে না! আবার একটু যদি লক্ষ করেন তাহলে দেখবেন যারা মানবাধিকারের কথা বলেছেন শুধু তাদেরই অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু সমাজের নির্যাতিত মানুষের অধিকার বিন্দুমাত্র আদায় হচ্ছে না! নির্যাতিতরা অসহায়ের মত এদিক সেদিক ছুটাছুটি করছে একটু ন্যায়বিচার পাবার আশায়,তারা শত কষ্ট যন্ত্রণা শয্য করেও টাকাপয়সা বিনাশ করে ফেলছে কিন্তু ন্যায়বিচার পাবার কোন সম্ভাবনাই নাই! এই আজব রঙ্গমঞ্চে যারা সংখ্যালঘু সংখ্যালঘু বলতে বলতে গলা ফাটিয়ে দিচ্ছেন শুধু তাদেরই ভাগ্যের পরিবর্তন হচ্ছে কিন্তু সংখ্যালঘু মানুষের ভাগ্যের কোনরকম পরিবর্তন আমরা চোখে দেখতে পাইনি! আবার যারা গরিব গরিব বলে চিল্লা পাল্লা করছে তারা ঠিকই রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছে কিন্তু সত্যিকারের গরিব মানুষগুলোর ভাগ্যের কোন উন্নতি নেই! এই হলো বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী মানুষদের অবস্থা! কি বলেন এটা কি সত্যিকারের আজব রঙ্গমঞ্চ নয়? তবে এই আজবরঙ্গমঞ্চে সবচাইতে বেশী যন্ত্রণার শিকার হচ্ছে সংখ্যালঘুরা।

Post a Comment

0 Comments