জুড়ী উপজেলায় বৈদিক গীতা শিক্ষা স্কুলে শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ প্রদান।


বিশেষ প্রতিনিধি :গত 13.03.2020 রোজ শুক্রবার মৌলভীবাজার জেলাধীন জুড়ী উপজেলার এলবিনটিলা চা বাগানে,আনুষ্ঠানিক ভাবে বৈদিক গীতা স্কুলের শুভ উদ্ভোদন করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গীতা স্কুলের শুভ উদ্ভোদন করেন ধর্মানুরাগী বিশিষ্ঠ সমাজ সেবক মহাশয়,শ্রী রিংকু রঞ্জন দাশ মহোদয় ভাইস চেয়ারম্যান, সভাপতি বাগীশিক মৌলভীবাজার জেলা শাখা,আরও উপস্থিত ছিলেন বড়লেখা ডিগ্রী কলেজের প্রভাশক লিটন রঞ্জন দত্ত,সপন মল্লিক, শ্রীবাস ব্যানার্জী, 


সহ আরও বাগীশিক মৌলভীবাজার জেলা কমিটির সদস্য বৃন্দ।বক্তরা বলেন গীতার আলো ঘরে ঘরে ঝালো এই স্লোগান নিয়ে মৌলভীবাজার জেলার মধ্যে একটি গীতাময় আলোঢ়ন সৃষ্টি করা হবে। সনাতনী সমাজকে গীতার আলোয় আলোকিত করতে যে যে পদক্ষেপ প্রয়োজন পড়বে তা নিয়ে আমরা কাজ করব। তা না হলে সনাতনী সমাজ বিপদ গামী হতে হবে।পরিশেষে অত্র চা বাগানের সভাপতি এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি হরগোবিন্দ গোস্বামীর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।এবং ছাত্র /ছাত্রীদের মধ্যে গীতা বিতরন করা হয়।

Post a Comment

1 Comments

  1. Joy Geeta prodhan otiti hochen juri upojela parishad are bortoman vaish chairman.

    ReplyDelete