অন্তর (বিউটি দাশ)



   অন্তর
 বিউটি দাশ


প্রার্থনা রাখছি শরীর হতে তোমার আমি, 

অন্তর হবে আমার তুমি!

কোন আঘাত তোমায় যাতে স্পর্শ করতে না পারে। 

আঘাতে আঘাতে ছিদ্রে ছিদ্রে, 

ঝাঁঝরা রক্তে রঞ্জিত আমার দেহে!

কথা দিচ্ছি তবু সম্পূর্ণ অক্ষত রাখব তোমায় আমাতে।

দেবে তুমি তোমার শরীর হতে, 

সর্ব ক্ল্যান্তি ব্যর্থতার অনুতপ্তে কাঁপবে শরীরে! 

তুমি শুধুই তুমি অন্তর হলে। দুজনেই একি যদি,

জন্ম থেকে সহমরণে! চাই তব শরীর হতে অন্তর সর্বসুখী রাখতে। 

তবু যদি অন্তর হও তুমি, অবাধ্যতায় আত্মা হয়ে যাব আমি! 

পরমাত্মার সান্নিধ্যের সন্ধানে থাকব মগ্ন অন্তরের তরে।

Post a Comment

0 Comments