সুদের টাকাকে কেন্দ্র করে হিন্দু সংখ্যালঘু পরিবারের সদস্যকে রাতভর নির্যাতন আটক ১জন


অরোবিন্দু রায় (নিলফামারী)ঃ নিলফামারীর জলঢাকায় সুদের ৫ হাজার টাকার জন্য সুদারু বাহিনি কর্তৃক রাতভর বেধরক নির্যাতনের শিকার হয়েছে সংখ্যালঘু পরিবারের এক সদস্য ৷ আহত শ্রী ভোলানাথ রায় ললিত রায়ের ছেলে সে জেলার জলঢাকা উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের বাঁশদহ গ্রামের বাসিন্দা ৷ মামলা সুত্রে জানাযায়,শ্রী ভোলানাথ রায় একই এলাকার মোঃ সেলিম হোসেনের নিকট হতে কিছু টাকা সংসারের অভাবের কারনে নিলেও পর্যায়ক্রমে তাহা পরিশোধ করে দেয় সুদারু সুমনকে ৷ তারপরেও ওই সুদারুরা আরও টাকার জন্য চাপ সৃষ্টি করতে থাকে ৷এর এক পর্যায়ে গত ১৩ জুন বিকালে বালার পুকুর বাজারে শ্রী ভোলানাথ রায় তার মহাজনের নিকট থেকে দু লক্ষ টাকা নিয়ে এসে ভুট্টা ক্রয় করে গাড়িতে লোড দেওয়ার সময় অতর্কিত ভাবে এসে জন সম্মুখ থেকে মোঃ সুমন হোসেন গংরা জোর পুর্বক তুলে নিয়ে যায় সুদারু সুমনের দোকানে ৷এরপর তারা ভোলানাথ রায়কে রাতভর নির্যাতন করে তার নিকট থেকে টাকাগুলি কেঁড়ে নেয় এবং তাদের নির্যাতন থেকে জীবনে বাঁচার জন্য তাদের কৌশল অনুযায়ী চার টি সাদা ষ্টাম্পে স্বাক্ষর করে খান্ত হয়নি ওই সুদারু বাহিনী ৷পরে তারা তাদের ব্যবহার্য মোবাইল ফোনে তারা যে তাকে মারধর সহ কিছুই করেনি তার কাছ থেকে এ ধরনের স্বীকারউক্তি রেকর্ড করে নেয় এ বাহিনি ৷এতে করে তাদের নির্যাতনে ভোলানাথ রায় জ্ঞান হারিয়ে ফেলে পরে তারা ভোলানাথকে হোন্ডায় করে নিয়ে গিয়ে তার বাড়ির পার্শে ফেলে দিয়ে পালিয়ে যায় ৷তার চিৎকারে পরিবারের লোকজন এসে উদ্ধার করে নিলফামারী সদর হাসপাতালে ভর্তি করায় এবং সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে ৷পরে তার বাবা বাদি হয়ে ৩ জনকে আসামি করে  জলঢাকা থানায় মামলা দায়ের করলে থানা পুলিশ মোঃ সেলিম হোসেন নামে এক সুদারুকে আটক করে জেল হাজুতে প্রেরন করে ৷জলঢাক থানার ও সি তদন্ত আব্দুর রহিম বলেন, আহত ভোলানাথ চিকিৎসাধীন রয়েছে এবং থানায় মামলা নেওয়ার পর একজন আটক করে জেল হাজুতে প্রেরন করা হয়েছে

Post a Comment

1 Comments

  1. চিনির বন্দর থানা হবে না। হবে চিরির বন্দর -দিনাজপুর ।

    ReplyDelete