বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন




ঢাকা জেলা প্রতিনিধি-

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট গতকাল  ১৭ ই সেপ্টেম্বর বৃহস্পতিবার আড়ম্বরপূর্ণ ভাবে  প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ঢাকার টিকাটুলিস্থ ভোলানন্দ গিরি আশ্রমের প্রনব মঠে তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও বৈদিক যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়। হিন্দু মহাজোটের সভাপতি ডঃ সোনালী দাসের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সম্মানিত সাধারণ সম্পাদক ডাঃ মৃত্যুঞ্জয় কুমার রায়। 



সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন দে এর সঞ্চালনায় আলোনা সভার মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগ্রাম জনকল্যাণ ট্রাস্টের পরিচালক প্রবীণ হালদার, দি নিউজ অনলাইন গণমাধ্যমের প্রধান বার্তা সম্পাদক রায় কিশোরী এবং অবসরপ্রাপ্ত সহিকারী পুলিশ সুপার হরিপদ বিশ্বাস। সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভায় স্মৃতি চারণ ও বক্তব্য উপস্থাপন করেন সিনিয়র সহসভাপতি তপন হাওলাদার, সিনিয়র সহসভাপতি সাধন চন্দ্র মণ্ডল, সহ-সভাপতি মিঠু রঞ্জন দেব, তথ্য ও গবেষণা সম্পাদক অরুন চন্দ্র মজুমদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তারক চন্দ্র রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উদয় বসাক, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস কুমার মণ্ডল, প্রচার সম্পাদক গৌতম হালদার প্রান্ত ও ঢাকা মহানগর হিন্দু মহাজোটের নব নিযুক্ত আহব্বায়ক সাবেক জাতীয় ছাত্র নেতা সুব্রত ঘোষ সুমন সহ অন্যান্য নেতৃ বৃন্দ। আলোচনা সভায় বক্তাগণ হিন্দু মহাজোটের অতীতের কার্যক্রম এবং সেখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংগঠনের জন্য করনীয় বিষয়ে বিশদ আলোচনা করেন। বক্তাগণ বলেন আজকের পবিত্র দিনে আমাদের সকলের শপথ হোক মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমের চেতনায় উদ্ভাসিত হয়ে নির্যাতন, নিপীড়ন, শোষণ ও বৈষম্য দূর করে এক সমৃদ্ধ জাতী গঠনে আমাদের বলিষ্ঠ ভূমিকা আরও প্রবল থেকে প্রবলতর হোক। আলোচনা সভা শেষে প্রনব মঠ ঢাকা মিশনের সম্মানিত অধ্যক্ষ শ্রী সংগীতানন্দ মহারাজ জীর পৌরহিত্যে বিশ্ব শান্তি কল্পে এক বিশেষ বৈদিক যজ্ঞ অনুষ্ঠিত হয়। এবং সর্বশেষে সমাগত নেতাকর্মী এবং অতিথি বৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।

Post a Comment

0 Comments