বগুড়ায় পদ্মা দেবিরপুজা অনুষ্ঠিত

 


বগুড়া প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলি উপজেলার নেপালতলি ইউনিয়নের কিচমত কাঁকড়া গ্রামে পদ্মা দেবির পুজা অনুষ্ঠিত হচ্ছে ৷গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাত থেকে শুরু হয়ে এই পুজাটি সোমবার রাত পর্যন্ত চলবে এবং মঙ্গলবারে গ্রামবাসীর উপস্থিতিতে পুজার আনুষ্ঠানিকতা শেষে পাশেই একটি বিলে দেবিকে বিসর্জন দেওয়া হবে ৷

এ পুজাটি অন্যান্য পুজার মতন প্রত্যহ সে অনুসারে পুজার অানুষ্ঠানিকতা সম্পর্ন করে ওই মন্দিরের পুজারি (পুরহিত) এবং রাতে প্রচুর লোকের উপস্থিতিতে আরোতি চলে মধ্য রাত পর্যন্ত ৷ এই পুজাটি অত্র গ্রামের গ্রামবাসীর ঐতিয্য সেই সঙ্গে এই পুজাতে গ্রামের প্রতিটি বাড়িতে তাদের নিমন্ত্রিত আত্নীয় স্বজনরা বেড়াতেও আসে ৷সে সময়ে গ্রামটিতে সাঁজ সাঁজ রব পড়ে যায় বিরাজ করে প্রচুর আনন্দ ৷

ওই গ্রামের শ্রী নরেন্দ্রনাথ রায়,শ্রী অধির চন্দ্র রায়, শ্রী মানিক চন্দ্র সহ আরো বেশকিছু লোক বললেন,এই পদ্মা পুজাটি বহুদিন হলো এই মন্দিরে অনুষ্ঠিত হয়ে আসছে ৷তবে এই পুজাটিতে প্রায় আশপাশের আরো তিনটি গ্রামের লোক পুজার রাতে আরোতি দেখতে ভীর জমায় এবং পুজাটি ঠিক দুর্গা পুজার মতন আনন্দই আমাদের মাঝে

Post a Comment

0 Comments