বগুড়ায় সব ধরনের সবজির দাম কমেছে সস্তিতে ক্রেতা

বগুড়া সহ সোনাতলার উপজেলার বিভিন্ন হাট বাজারে বেড়েছে প্রচুর সব ধরনের সবজির আমদানি ৷গত মাস খানেক আগেও অস্থির ছিল সবজির বাজার ৷তবে সবজির বাজারে এই সস্তি হাড়িয়ে যাচ্ছে চালের বাজারে গিয়ে ৷পুরো এ মৌসুমে আমন চাল বাজারে এসেছে কিন্তু তার পরও দামে চড়া ৷

এ উপজেলার চরপাড়া, ভেলুরপাড়া, হরিখালী,পাকুল্লা,বালুয়াহাট ঘুরে দেখাগেছে,শীত মৌসুমে সবরকমের সবজি বাজারে উঠেছে দামও নাগালের মধ্যে কিন্তু কিছুদিন আগেও সবজি কিনতে এসে মাথায় হাত দিত ক্রেতারা ৷ঐ সময় সবজির দাম ছিল পটল ৮০,মুলা ৫০,বেগুন ৮০,ফুলকপি ৮০ টাকা সহ প্রায় সবজির দাম ছিল ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে ৷বর্তমানে সব ধরনের সবজির দাম কমে পটল ২০, মুলা ১০,ফুলকপি ২০ টাকা কেজি সহ সব ধরনের সবজির দাম ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে ৷

তবে সব চেষ্টা ব্যর্থ করে বেশী দামেই বিক্রী হতে দেখা গেছে আলু ৷ এছাড়াও মাছের বাজারে গিয়ে দেখা গেছে আগের অবস্থানে রয়েছে সব ধরনের মাছের দাম ৷অপরদিকে কিছুটা বেড়েছে চিনি ও সোয়াবিন তেল সহ আরো কিছু পন্যের ৷ক্রেতা মোঃ তরিকুল ইসলাম বলেন, একদিকে করোনা কালিন সময়ে ব্যবসা খুব খারাপ অন্যদিকে সবজির দাম চড়া ৷তবে এখন সবজির দাম কমাতে কিছুটা সস্তি পাচ্ছি ৷চরপাড়ার শ্রী শঙ্কর চন্দ্র মন্ডল ও পাকুল্লার ডাঃ বিপুল সাহা বলেন, রোজগার আর খরচের কোন হিসাব মিলাতে পারি নাই কয়েকদিন আগে ৷তবে এখন সব ধরনের জিনিসের দাম কমাতে একটু সস্তিতে আছি ৷

Post a Comment

0 Comments