দিনাজপুরে চিরিরবন্দরে কালী প্রতিমা ভাঙচুর করেছে দূস্কৃতিকারীরা




ষ্টাপ রির্পোটার: দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলায় মন্দিরে রক্ষিত কালী প্রতিমা সহ অন্য আরো প্রতিমা ভাঙচুর করেছে দূস্কৃতিকারীরা ৷গতকাল শনিবার গভীর রাতে উপজেলার মাদারগঞ্জ বাজার হতে দুঃকিঃমিঃ উত্তরে আত্রাই নদীর ধার ঘেষা মাঝিনা গ্রামে চিবুকা মন্দিরে এ ঘটনা ঘটে ৷উক্ত মন্দিরে রক্ষিত কালি প্রতিমা,মনসা প্রতিমা ও মন্দিরের প্রতিষ্ঠাতা জয়রাম গোস্বামীর মূর্তিও ভেঙ্গে নদীতে ফেলে দেয় দূস্কৃতিকারী ৷

পাশাপাশী একই রাতেই ওখান থেকে দু কিলো মিঃ উত্তরে বৈদেশীর হাট নামক স্থানেও মন্দিরে রক্ষিত কালি প্রতিমা গভীর রাতে কে বা কাহারা ভেঙ্গে ফেলে ৷মাঝিনা মন্দির কমিটির সভাপতি শ্রী দুলাল চন্দ্র রায় প্রতিনিধিকে বলেন,আমাদের মন্দিরে প্রতিনিয়ত সকাল ও রাতে মায়ের পুজা অর্চনা হয় এবং গতকাল রাতে পুজা শেষে মন্দিরের দরজা বন্ধ করে যে যার বাড়িতে চলে যায় ৷ সকালে এসে আমাদের লোকজন কালী প্রতিমা সহ অন্য প্রতিমা ভাঙচুর অবস্থায় দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনা দেখে গেছ ৷ওই গ্রামের প্রবিন ব্যক্তি শ্রী মনোতোষ চন্দ্র রায় জানান আমি আমার জিবনে এত বছরে বয়সে এ রকম ঘটনা দেখিনি এই ঘটনা বলে দিচ্ছে আমরা কি আগামিতে মান সম্মান নিয়ে দেশে বসবাস করতে পারবো ৷

মানবাধিকার কর্মি ও হিন্দু পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভপতি অরবিন্দু রায় জানান আমাকে মুঠো ফোনে ক্ষতিগ্রস্থ মন্দির কমিটির সভাপতি জানালে আমি তাৎক্ষনিক বিষয়টি থানা পুলিশকে অবগত করার জন্য তাদের পরামর্শ দেয় ৷পাশাপাশী প্রশাসনের নিকট আমাদের দাবি তদন্ত করে দোষীদেরকে আইনের আওতায় আনতে হবে৷এই ব্যাপারে চিরির বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমি নিজে ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে এসেছি।তিনি আরও বলেন আমি মন্দির কমিটির লোকজনদের ডেকেছি মুর্তি ভাঙচুরের বিষয়ে অভিযোগ গ্রহণ করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments