সেই ২০০১ সাল থেকে সামাজিক,সাংস্কৃতিক ও মানবতার কাজে নিবেদিত করেছে ঐ সংগঠনের প্রতিটা সদস্য। তাদের নিজস্ব তেমন কোন ফান্ড না থাকলেও বিভিন্ন সময়ে সমাজের অবহেলিত,মানবেতর জীবন যাপন করা মানুষদের পাশে দাঁড়ায় আর্থিক, শারীরিক সাহায্য নিয়ে। সদস্যদের ব্যক্তিগত অনুদানের মাধ্যমে ফান্ড সংগ্রহ করে বাস্তবায়িত করে তাদের স্বপ্ন।
এমন এক স্বপ্ন পূরণে ক্লাবের সাধারণ সম্পাদক বাবলু হাজারীর নেতৃত্বে আবারো এগিয়ে এসেছেন ক্লাবের সদস্য বাবলু ধর,ধনঞ্জয় ধর,প্রসেনজিত হাজারী,রাজু ধর দোলন,ছোটন হাজারী,রুবেল ধর,শুভজিত ধর। তারা কিছুদিন আগে বিভিন্ন মিডিয়া ও ব্যক্তির মাধ্যমে জানতে পারে লোহাগাড়া উপজেলার মানবেতর জীবন যাপন করা পদুয়া ইউনিয়নের পেটান শাহ্ মাজার সংলগ্ন বাড়ৈ পাড়ার মৃত দূর্গাচরণ দাশের দুই অন্ধপুত্র ভোলা দাশ ও শংকর দাশের কথা। জানা যায়, একই পরিবারে আরে একজন অন্ধ রয়েছে-মেয়ে শান্তা।
তাদের এ কষ্টের কথা ভেবে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় সৎ সংঘ যুব ক্লাব।
আজ ২৭ জানুয়ারি সৎ সংঘ যুব ক্লাবের পক্ষ হয়ে 'মানব সেবায় এগিয়ে আমরা ক'জন' শ্লোগানের বাস্তবতা ধরে রাখতে কয়েকজন সদস্যের ব্যক্তিগত তহবিল থেকে সংগৃহীত নগদ টাকা আর্থিক অনুদান হিসেবে সশরীরে ঐ অন্ধদের বাড়ি পৌঁছিয়ে দেন ক্লাবের সাধারণ সম্পাদক বাবলু কান্তি হাজারীর মাধ্যমে।
স্থানীয় যুবক পলাশ দাশ বলেন, "আপনাদের এরুপ সাড়া প্রদান সত্যিই বিমোহিত করেছে।"
ক্লাবের সভাপতি শিবু কুমার ধর বলেন, "মানুষের পাশে সৎ সংঘ যুব ক্লাব সর্বদা পাশে থাকবে।"
উল্লেখ্য, ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর সহায়তায় তাদের গৃহনির্মাণের কাজ ও চলমান বলে জানা যায়।
0 Comments