ভারতে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ ওয়েব সিরিজ (তাণ্ডব) এর বিরুদ্ধে সাইফ আলী খানকে হুমকি যোগীর


             সাইফ আলী খানকে হুমকি যোগীর হিন্দুদের ভাবাবেগে আঘাতের ফল ভুগতে হবে, 

নিঃশর্ত ক্ষমা চেয়েও রেহাই পেলেন না ‘তাণ্ডব’ ওয়েব সিরিজ (Tandav web series) কর্তৃপক্ষ। দেশের নানা প্রান্তে নির্মাতাদের বিরুদ্ধে FIR দায়ের করা হচ্ছে। গ্রেটার নয়ডা, লখনউ, ভোপাল-সহ দেশের বিভিন্ন প্রান্তে একের পর এক এফআইআর দায়ের করা হচ্ছে তাণ্ডব ওয়েব সিরিজ নির্মাতাদের বিরুদ্ধে। এর মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Yogi Adityanath) মুখপাত্রের তরফে হুমকি, তাণ্ডব ওয়েব সিরিজের পরিচালক আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar), সাইফ আলি খান, হিমাংশু মেহরা, গৌরব সোলাঙ্কিরা যেন তৈরি থাকেন, কৃতকর্মের ফল ভোগ করার জন্যে।


বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় সরকারও। কেন্দ্রের তরফে ভারতের আমাজন প্রাইম ভিডিওর প্রধানকে তলব করা হয়েছে। কঠিন এই পরিস্থিতিতে নিঃশর্ত ক্ষমা চেয়েছে তাণ্ডব ওয়েব সিরিজের গোটা দল। বিবৃতিতে তারা বলেছে, ওয়েব সিরিজটি সম্পূর্ণ কাল্পনিক। কোনও জাতি, ধর্ম, সম্প্রদায়, বিশ্বাস বা ব্যক্তিকে অসম্মান করা তাদের উদ্দেশ্য নয়। তবুও যদি কারও আবেগে আঘাত লাগে তাহলে আমরা বিনা শর্তে ক্ষমা চাইছি।


তবে নিঃশর্ত ক্ষমা চেয়েও বিতর্কের অবসান ঘটেনি। যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা সলভমণি ত্রিপাঠীর সাফ হুঁশিয়ারি, হিন্দুদের ভাবাবেগে আঘাতের ফল ভুগতে তৈরি থাকুন। পরিচালক আলি আব্বাস জাফর, সইফ আলি খান, হিমাংশু মেহরা, গৌরব সোলাঙ্কিকে এহেন হুমকি দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর মুখপাত্র।


টুইটে সলভমণি ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মূল্য দেওয়ার জন্য তৈরি থাকুন। উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh Police) মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছে। মহারাষ্ট্র সরকার যাতে কাউকে বাঁচাতে না আসে, সেজন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) বলা হয়েছে। তাণ্ডব টিমকে গ্রেফতারির দাবি জানাই।

Post a Comment

0 Comments