মীরসরাইয়ে অগ্নিকাণ্ডে ছয়টি বসতঘর পুড়ে ছাঁই হয়ে গেছে। উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী গ্রামের মনু ভুঁইয়া পাড়া এলাকার অর্জুন শীলের বাড়িতে আগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার আনুমানিক রাত ২টায় সময় পরিকল্পিত ভাবে কে বা কারা ঘরের পিছন থেকে কোন বজ্য পদার্থ মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহানে ছয়টি ঘর পুড়ে নিঃস্ব হয়ে যায় ছয়টি পরিবার।ক্ষতিগ্রস্তরা হলেন, সপ্না রানী শীল, সহদেব শীল, বাসু দেব শীল, জয়দেব শীল, নিলীমি রানী, শেপালী রানী। তাদের পরণের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।২নং ওয়ার্ড ইউপি সদস্য মাহফুজুল হক মনা জানান, উক্ত অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকা ক্ষয়ক্ষতির হতে পারে বলে ধারণা করছে স্থানীয়রা।
এই বিষয়ে ১৩ নং মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মেদ নিজামী বলেন, এটা পূর্ব শত্রুতার জের ধরে অগ্নিকান্ডে ঘটনা হতে পারে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোরকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহায়তা প্রদান করার তা করা হবে।\
এতে উপস্থিত ছিলেন মীরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার তিনি বলেন , এই অগ্নিকাণ্ড টি পরিকল্পিত ভাবে করা হয়েছে। অতএব দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে। যদি প্রশাসন কিছু না করে মীরসরাই (৮০,০০০)আশি হাজার সনাতন ভাই বোনদের কে নিয়ে আমি মানববন্ধন করব।যেখানে যেখানে যাওয়ার আমি সেখানে যাব এবং এই দুষ্কৃতীদের শাস্তির দাবি অবশ্যই জানাবো।
0 Comments