দোলপূর্ণিমা উপলক্ষে শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ শ্রীশ্রী গোপীনাথ জিউর আখরা বত্রিশ কিশোরগঞ্জ


বিজয় চন্দ্র সরকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি। আজ ১৩ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (২৭ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ) রোজ শনিবার শ্রীশ্রী গোপীনাথ জীউর আখরায় রাত ৯,ঘটিকায় শুভ অধিবাসের মধ্যদিয়ে শুরু হলো সাতদিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠান ৫৬ প্রহর সংকীর্তন। 

উক্ত অধিবাস অনুষ্ঠান উদ্বোধন করেন গোপীনাথ জিউর আখরার কীত্তর্ন কমিটির সকল ভক্তবৃন্দরা, শুভ অধিবাস কিত্তর্ন পরিবেশন করেন শ্রী নিউটন দেবনাথ (লিটন) নরসিংদী। মহানাম যজ্ঞের পৌরোহিত্য করেন শ্রী মৃদুল গোস্বামী কিশোরগঞ্জ। ১৪ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ২৮ মার্চ ২০২১ খ্রিষ্টাব্দ রবিবার ব্রাহ্মমুহূর্ত হইতে ২০ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ ৩ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ


 শনিবার অহোরাত্র পপর্যন্ত ৫৬ প্রহর ব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ও শ্রীশ্রী মহাপ্রভুর ভোগরাগ অন্তে মহাপ্রসাদ বিতরণ ২১ চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ, ৪ এপ্রিল ২০২১ রবিবার উষালগ্নে নামসঙ্কীর্তন সমাপন নগর কীত্তর্ন পরিক্রমা, দধিমঙ্গল ও পরিশেষে মোহন্ত বিদায়।

Post a Comment

0 Comments