জাগো হিন্দু পরিষদ নারায়ণগঞ্জ এর পক্ষ থেকে শবদেহ পরিবহনের জন্য স্বর্গরথ উপহার




নারায়নগঞ্জ মহাশ্মশানে বিনামূল্যে শবদেহ পরিবহনের জন্য স্বর্গরথ  নামক ভ্যানগাড়ি উপহার দেন জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ কমিটি।

 ১৯শে মে রোজ বুধবার ভ্যানগাড়িটি মহাশ্মশানে উদ্ভোধন করা হয়।এসময় জাগো হিন্দু পরিষদের নেতৃবৃন্দ বলেন আমাদের এই পৃথিবীতে মানুষ অনেক রকম ভোগান্তির স্বীকার হয় সেরকম ভাবেই দেখা যায় রাত বিরাতে কোন মানুষ মারা গেলে পরিবহন সংকটে পড়ে। অনেকের ক্ষেত্রে পাওয়া গেলেও মৃতদেহ পরিবহনের কথা শুনে অনেক ভাড়া চায় যেটা কিছু মানুষের ক্ষেত্রে খুব কষ্টসাধ্য।এমনকি করোনাকালীন সময়ে এ সংকট আরও বেশি দেখা দেয় যেমন কেউ কারো লাশ ধরতে চায়না।এসব বিষয়গুলো চিন্তা করে সনাতন ধর্মীয় সামাজিক সংগঠন জাগো হিন্দু পরিষদের সদস্যরা তাদের সাধ্য অনুযায়ী এই পরিবহন ব্যবস্থা চালু করেন। এ গাড়িটি মানুষের শেষ বিদায়ের বেলা অনেক উপকারে আসবে বলে মনে করেন তারা।



উদ্ভোধনকালে জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ জেলার সভাপতি কৃষ্ণ দাস কাজলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুজন দাসের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশন ১৫ ওয়ার্ড কাউন্সিলর অসিত বরন বিশ্বাস, আরও উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ নারায়নগঞ্জ জেলার সহ সাধারন সম্পাদক উওম সাহা,জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ জেলার সহসভাপতি অসিম কুমার রায়, অজয় সূত্রধর, সঞ্জীবন মন্ডল, প্রশান্ত কুমার সাহা,চন্দন দে,যুগ্ম সাধারণ সম্পাদক অভি রায়,


জাগো হিন্দু পরিষদ নারায়নগঞ্জ মহানগরের আহবায়ক উজ্জ্বল ঘোষ, সদস্য সচিব জনি ভৌমিক, জেলার সদস্য বাবুল সাহা,ভোলা সাহা,শারদাঞ্জলী ফোরাম বন্দর উপজেলার সহসভাপতি কার্তিক সুত্রধর,নারায়নগঞ্জ জেলার গীতা শিক্ষক রঞ্জিত দাস,সারথি ভূবন বর্মন।গাড়িটির সার্বিক পরিচালনায় থাকবে টনি ডোম।প্রধান অতিথি কাউন্সিলর অসিত বরন বিশ্বাস জাগো হিন্দু পরিষদকে এরকম ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার জন্য প্রশংসা করেন এবং সবসময় পাশে থাকার কথা জানান।

Post a Comment

0 Comments