আসন্ন শারদীয় দূর্গোপূজো উপলক্ষে কুড়েঘর সনাতনী পরিবার" এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত



 "যা দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। 

 আসন্ন শারদীয় দূর্গোপূজো উপলক্ষে কুঁড়েঘর সনাতনী পরিবারের শারদীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষে অদ্য ২৭ শে আগষ্ট ২০২১ ইং,রোজ : শুক্রবার চট্টল সনাতনী সমাজের প্রাণকেন্দ্র প্রবর্তক শ্রীকৃষ্ণ ইসকন মন্দিরে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

 কুঁড়েঘর সনাতনী পরিবারের প্রতিষ্ঠাতা এডমিন জয় দে এর সভাপতিত্বেও সহযোদ্ধা রাজবীর আকাশের সঞ্চালনায় সদস্যদের মধ্য থেকে সনাতনী সমাজের বিভিন্ন বিষয় বস্তু আলোকপাত হয় এবং সকলের সম্মতিক্রমে আগামী শারদীয় দূর্গোপূজোয় রাঙ্গামাটি পার্বত্য জেলাস্থ বাঙ্গালহালিয়া সনাতন ঋষি অনাথ আশ্রমের ভাই বোনদের জন্য এক রাস হাসি উপহারের মধ্য দিয়ে এইবারের শারদীয় দূর্গোপূজোর উদযাপন করা হবে বলে সিদ্বান্ত গ্রহণ করা হয় এবং সকল সদস্য একমত পোষণ করেন। 

 এইভাবে সবাই নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমাদের সমাজ টা পরিবর্তনের পথে এক বিশাল ভূমিকা স্থাপন করা সম্ভব হবে। সভায় যারা উপস্থিত থেকে সভার শ্রীবৃদ্ধি করেছেন :- কর্নিয়া দাশ,পাপড়ী সেন,জয়শ্রী শীল,সৌরভ দে, রাজ দে রনি,শ্রীধাম রুদ্র,তুষার রুদ্র,জয় দাশ,সুমন দেব নাথ,কানন দাশ,প্রবাল দাশ,রাহুল দাশ,রাজিব কান্তি শীল,পলাশ দাশ,জয় চৌধুরী,মিথিলা দেবী,শ্রতি দে, সহ প্রমুখ

Post a Comment

0 Comments