আসাম(ভারত) প্রতিনিধিঃ সুজন চক্রবর্তীঃ বুধবার মহাপুরুষ শ্রীমন্ত শংকর দেবের তিরোধান তিথি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিজেপির আসাম প্রদেশ কার্যালয়ে নাম প্রসঙ্গ অনুষ্ঠান যথাযোগ্য মদার্যায় প্রতিপালিত হয়েছে। উক্ত ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম প্রদেশের রাজ্যিক সভাপতি শ্রীযুক্ত ভবেশ কলিতা, আসাম মুখ্যমন্ত্রী শ্রীযুক্ত হিমন্তবিশ্ব শর্মা, মন্ত্রী শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য,মন্ত্রী শ্রীযুক্ত অশোক সিঙ্গল, শ্রীযুক্ত ফনীন্দ্র নাথ শর্মা, শিলচর বিধায়ক শ্রীযুক্ত দ্বীপায়ন চক্রবর্তী সহ বিভিন্ন নেতৃবৃন্দরা।
0 Comments