আসাম(ভারত) প্রতিনিধিঃ সুজন চক্রবর্তী জানানঃ ভারত সেবাশ্রম সংঘ, গয়ার অধ্যক্ষ স্বামী ধ্যানেশানন্দ মহারাজ ৫ দিনের কর্মসূচি নিয়ে বরাক উপত্যকা সফরে আসছেন। আগামী ১১ সেপ্টেম্বর শনিবার শিলচর মালিনীবিলস্থিত ভারত সেবাশ্রম সংঘে পর্দাপন করবেন। ১২ সেপ্টেম্বর রবিবার সকালে মালিনীবিলে সাধন ও দীক্ষা প্রদান করবেন। ১৩ সেপ্টেম্বর সোমবার হাইলাকান্দি, ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার করিমগঞ্জ ধ্যানেশানন্দ মহারাজ সাধন ও দীক্ষা প্রদান করবেন। ১৫ সেপ্টেম্বর বুধবার সাধন ও দীক্ষা কর্মসূচি রয়েছে শিলচর তারাপুর হিন্দু মিলন মন্দিরে। মালিনীবিলস্থিত ভারত সেবাশ্রম সংঘে ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকাল ৫টায় হিন্দুধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলন, বৈদিক শান্তি যজ্ঞ ও গুরু মহারাজের বিশেষ পূজাআরতি অনুষ্ঠিত হবে। উক্ত সম্মেলনে স্বামী ধ্যানেশানন্দ মহারাজ বক্তৃতা রাখবেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন উত্তর পূর্ব ভারত হিন্দু মিলন মন্দিরের মূখ্য সংগঠক তথা ভারতসেবাশ্রম সংঘ গুয়াহাটি শাখার অধ্যক্ষ স্বামী সাধনানন্দ মহারাজ। প্রসঙ্গত, ভারত সেবাশ্রম সংঘ প্রচার দলের সন্ন্যাসী, ব্রক্ষচারী ও কর্মীবৃন্দের উদ্যোগে হিন্দুধর্ম শিক্ষা সংস্কৃতি সম্মেলনের আয়োজন করা হয়েছে।
0 Comments