বাংলাদেশ কান্ডের প্রতিবাদে বিজয়া সম্মেলন বাতিল করল শিলচরের নিক্কণ




নিজস্বপ্রতিনিধিঃ সুজন চক্রবর্তীঃ বাংলাদেশে সংখ‍্যালঘু হিন্দু মানুষের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদে বিজয়া সম্মেলন বাতিল করল শিলচরের নিক্কণ সামাজিক সাংস্কৃতিক সংস্থা ও নিক্কণ সঙ্গীত বিদ‍্যালয়। সোমবার শিলচরের রংপুর গঙ্গাপাড়ায় নিক্কণের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় পৌরোহিত‍্য করেন নিক্কণের মুখ‍্য উপদেষ্টা নবেন্দু বড়ভূইয়া। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ যোগেন্দ্র দাস, সংস্থার সভানেত্রী গোপা ভট্টাচার্য সহ সভানেত্রী পিয়ালি দাস, কেন্দ্রীয় সম্পাদক রুপেন্দু নাথ সদস‍্যা অঞ্জনা বড়ভূইয়া ও নিক্কণ সঙ্গীত বিদ‍্যালয়ের অধ‍্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার। সভায় সংস্থার সাধারণ সম্পাদক রুপেন্দু নাথ জানান,বাংলাদেশে সংঘটিত বর্বরতা, মানব সভ‍্যতার এক কালো অধ‍্যায়। এহেন বর্বরতাকে কোনও ভাবেই মানা যায় না। আমাদের শান্তিপ্রিয়ভাবে এর প্রতিবাদ জানানো উচিত। শিক্ষাবিদ যোগেন্দ্র দাস বলেন, বাংলাদেশে সংঘটিত নৃশংস নির্যাতন সভ‍্য সমাজের কাছে এক অভিশাপ স্বরুপ। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। সংস্থার মুখ‍্য উপদেষ্টা নবেন্দু বড়ভূইয়া বলেন, বাংলাদেশের মতো বাঙালি সর্বস্ব দেশে এই ঘটনা জঘন‍্য অপরাধ এবং সমস্ত বাঙালি জাতির জন‍্য এক লজ্জাজনক ঘটনা। তিনি এর তীব্র প্রতিবাদ জানান এবং সংস্থার বিজয়া সম্মেলন স্থগিত রাখার কথা ঘোষনা করেন। নিক্কণ সঙ্গীত বিদ‍্যালয় অধ‍্যক্ষ শুভ্রাংশু নাথ মজুমদার বাংলাদেশে সংঘটিত নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রতিবছর দুর্গোৎসবের পর নিক্কণ এর বিভিন্ন শাখায় বিজয়া সম্মেলন আয়োজিত হলেও এবার সংস্থার কোনও শাখায় বিজয়া সম্মেলন পালন করা হবে না। মানব নির্যাতনের প্রতিবাদ স্বরুপ নিক্কণের সদস‍্য সদস‍্যারা বিজয়া সম্মেলন বাতিল করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। সভায় অন‍্যদের মধ‍্যে বক্তব‍্য রাখেন সহ সভানেত্রী পিয়ালি দাস, সভানেত্রী গোপা ভট্টাচার্য ও উপদেষ্টা অঞ্জনা বড়ভূইয়া প্রমুখ।

Post a Comment

0 Comments